অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th মে 2024 | Speedy Current Affairs 16th May 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th মে 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Speedy Current Affairs 16th May 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th মে 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th মে 2024 | Speedy Current Affairs 16th May 2024

নিচে Speedy Current Affairs 16th May 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th মে 2024 | Speedy Current Affairs 16th May 2024


1.গুগল আর্টস এন্ড কালচার সম্প্রতি 'Millets: Seeds of Change' এক্সিহিবিশন লঞ্চ করলো।

2.2025 অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি 6.6% বৃদ্ধি পেতে চলেছে বলে নির্ধারণ করলো Moody's Ratings.

3.Visa এর সাথে ভারতের প্রিমিয়ার ভার্চুয়াল কার্ড Pixel Play লঞ্চ করলো HDFC ব্যাংক।

4.ফ্রান্সের প্যারিসে গ্লোবাল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) সেন্টার অফ এক্সেলেন্স এর উন্মোচন করলো TCS.

5.Microsoft Corp ফ্রান্সে ক্লাউড এবং AI ইনফ্রাস্ট্রাকচার স্থাপনের জন্য  $4.3 বিলিয়ন বিনিয়োগ করতে চলেছে।

6.ভারতের 85 তম চেস গ্র্যান্ড মাস্টার হলেন তামিলনাড়ুর P Shyaamnikhil.

7.নোবেল পুরস্কার জয়ী লেখক Alice Munro 92 বছর বয়সে প্রয়াত হলেন।

8.মার্কিন যুক্তরাষ্ট্রকে টপকে 2024 অর্থবর্ষে ভারতের বৃহত্তম ট্রেডিং পার্টনার হলো চীন।

9.প্রতি বছর 15 ই মে International Day of Families পালিত হয়, থিম - 'Families & Climate Change: International Year Of The Family + 30’.

10.দুই-চাকার শিল্পে নবজাগরণ আনতে Hero MotoCorp সম্প্রতি ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সে (ONDC) যুক্ত হলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.