বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th মে 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় One Liner Current Affairs 26th May 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th মে 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে One Liner Current Affairs 26th May 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th মে 2024 | One Liner Current Affairs 26th May 2024
1.প্রথম ফুটবল ট্যুর্নামেন্ট -এর 100 তম বার্ষিকী উদযাপনে এবছর 25 শে মে বিশ্ব ফুটবল দিবস পালিত হলো।
2.দুরদর্শনে প্রথমবার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সঞ্চালক Krish এবং Bhoomi লঞ্চ করা হলো।
3.ইন্দোনেশিয়ার বালিতে দশম ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম চালু হলো, এটির থিম - 'Water for Shared Prosperity'.
4.সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য 33% সংরক্ষণ বাধ্যতামূলক করলো কর্ণাটক সরকার।
5.অক্সফোর্ড ইকোনমিক্স এর গ্লোবাল সিটিজ ইনডেক্সে ভারতীয় শহরগুলির মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করলো দিল্লী (গ্লোবালি 350 তম)।
6.ব্যাঙ্গালুরুতে এয়ারবাসের জন্য স্টিমুলেশন সেন্টার অফ এক্সেলেন্স লঞ্চ করলো L&T Technology Services Ltd (LTTS).
7.উপভোক্তাদের জন্য নতুন কর্পোরেট গভারন্যান্স রেগুলেশনের সূচনা করলো IRDAI.
8.কুয়েতের Burgan ব্যাংকের সাথে একটি কোর-ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করলো TCS.
9.ভারতের প্রথম এয়ারপোর্ট হিসেবে থিরুবনন্তপুরম আন্তর্জাতিক এয়ারপোর্ট Zero Waste to Landfill (ZWL) accolade এর তকমা পেলো।
10.Equestrian Federation of India (EFI) এর এডমিনিষ্ট্রেটিভ কমিটির চেয়ারপার্সন হিসেবে বিচারপতি Najmi Waziri কে নিযুক্ত করলো দিল্লী হাইকোর্ট।
Also Read:
Please do not share any spam link in the comment box