অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th এপ্রিল 2024 | One Liner Current Affairs 26th April 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th এপ্রিল 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় One Liner Current Affairs 26th April 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th এপ্রিল 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th এপ্রিল 2024 | One Liner Current Affairs 26th April 2024

নিচে One Liner Current Affairs 26th April 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th এপ্রিল 2024 | One Liner Current Affairs 26th April 2024


1.নাসার হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ -এ "Crash and Burn" আওয়ার্ড জিতলো ভারতের KIET Group of Institutions.

2.Passport Affordability সূচীতে ভারতের স্থান দ্বিতীয়, শীর্ষে রয়েছে UAE.

3.ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের উপর ডাইরেক্ট লিস্টিং এর জন্য FEMA রেগুলেশন চালু করলো RBI.

4.SBI এর ম্যানেজিং ডিরেক্টর হতে চলেছেন রানা আশুতোষ কুমার সিং।

5.প্রতি বছর 25 শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Accelerating the fight against malaria for a more equitable world'.

6.প্রফেশনাল স্কোয়াশ থেকে বিদায় জানালেন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল।

7.সোলার এনার্জি অ্যাডপশনকে বুস্ট করতে ইন্ডিয়ান ব্যাংক এবং টাটা পাওয়ার জোটবদ্ধ হলো।

8.COP28 প্রেসিডেন্ট Dr. Sultan Ahmed Al-Jaber গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইমপ্যাক্ট আওয়ার্ড জিতলেন।

9.ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হতে চলেছেন আশীষ পান্ডে।

10.প্রতি বছর 24 থেকে 30 শে এপ্রিল পর্যন্ত World Immunization সপ্তাহ পালন করা হয়, এবছরের থিম - 'Humanly Possible: Immunization for All'.

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.