অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th মে 2024 | Latest Current Affairs 18th May 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th মে 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Latest Current Affairs 18th May 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th মে 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th মে 2024 | Latest Current Affairs 18th May 2024

নিচে Latest Current Affairs 18th May 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th মে 2024 | Latest Current Affairs 18th May 2024


1.প্রতিবছর 17 ই মে World Telecommunication and Information Society দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Digital Innovation for Sustainable Development', এছাড়া গত 16 ই মে জাতীয় ডেঙ্গু দিবস পালিত হলো।

2.2024 এর জন্য ভারতের অর্থনৈতিক বৃদ্ধি বাড়িয়ে 6.9% নির্ধারণ করলো সম্মিলিত জাতীপুঞ্জ।

3.গ্লোবাল লজিস্টিক্স পাওয়ারহাউস DP World ভারতের চেন্নাইতে এটির  বৃহত্তম ফ্রি ট্রেড ওয়ারহাউস জোন লঞ্চ করলো।

4.ভারতে এনার্জি ট্রানজিশন প্রজেক্ট সাপোর্ট করতে ReNew Energy Global PLC এবং ইউরোপিয়ান ব্যাংক Societe Generale চুক্তি স্বাক্ষর করলো।

5.গ্রাহক অভিজ্ঞতাকে ইনোভেশনে রূপান্তর করতে SBI জেনারেল ইন্সুরেন্স 'Bima Central' প্লাটফর্ম লঞ্চ করলো।

6.সিকিমের পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেমকে বাড়াতে $ 148.5 মিলিয়ন লোনের মান্যতা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB).

7.সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন Lawrence Wong.

8.পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত লেখক Malti Joshi 90 বছর বয়সে প্রয়াত হলেন।

9.The Indian Express এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর Anuradha Mascarenhas নতুন একটি বই লিখলেন যার শিরোনাম 'At The Wheel of Research: An Exclusive Biography of Dr. Soumya Swaminathan'.

10.ইউএস স্পেশ্যাল অপারেশন ফোর্সেস এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মধ্যে কলকাতায় সপ্তম যৌথ অ্যান্টি-টেরর মক ড্রিল অনুশীলন 'TARKASH' সম্পন্ন হলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.