বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th মে 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Daily Current Affairs 7th May 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th মে 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Gksolves Daily Current Affairs 7th May 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th মে 2024 | Gksolves Daily Current Affairs 7th May 2024
1.ব্যাঙ্গালুরুর Flying Wedge Defence সম্প্রতি ভারতের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি বোম্বার UAV FWD-200B এর উন্মোচন করলো।
2.ষষ্ঠ ইন্টারন্যাশনাল নিউজপেপার ডিজাইন কম্পিটিশনে বিজয়ী হলো The Hindu.
3.ভারত ও ঘানার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক মজবুত করতে UPI এবং GHIPSS ইন্টিগ্রেট হতে চলেছে।
4.GIFT শহরে সাবসিডিয়ারি স্থাপনের জন্য RBI এর কাছ থেকে মান্যতা পেলো REC Ltd.
5.পেটিএম মানি লিমিটেডের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার পদে রাকেশ সিংকে নিযুক্ত করা হলো।
6.ট্রেনিং কম্যান্ডে এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ (AOC-in-C) পদের দায়িত্ব নিলেন এয়ার মার্শাল নগেশ কাপুর।
7.AFC U-23 কাপ জিতে অলিম্পিকে জায়গা সুনিশ্চিত করলো জাপান।
8.Titanic, Lord of the Rings এর মত বিখ্যাত সিনেমার অভিনেতা Bernard Hill 79 বছর বয়সে প্রয়াত হলেন।
9.UNICEF ইন্ডিয়ার ন্যাশনাল আম্বাসাডর হিসেবে বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান কে নিযুক্ত করা হলো।
10.পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই 2024 BWF Thomas এবং Uber Cup জিতলো চীন।
Also Read:
Please do not share any spam link in the comment box