অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th মে 2024 | Gksolves Daily Current Affairs 17th May 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th মে 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Daily Current Affairs 17th May 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th মে 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th মে 2024 | Gksolves Daily Current Affairs 17th May 2024

নিচে Gksolves Daily Current Affairs 17th May 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th মে 2024 | Gksolves Daily Current Affairs 17th May 2024


1.77 তম Cannes ফিল্ম উৎসবে ভারত প্যাভিলিয়নের উদ্বোধন করা হলো।

2.নতুন দিল্লীর দ্বারকাতে ভারতের প্রিমিয়ার স্কিল কম্পিটিশন IndiaSkills 2024 সম্পন্ন হলো।

3.LankaPay এর সাথে জোটবদ্ধ হয়ে শ্রীলঙ্কায় UPI লঞ্চ করলো PhonePe.

4.ভারতীয় ফুটবল দলের অধিনায়ক স্টার ফুটবলার সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন।

5.গুজরাট, ত্রিপুরা এবং মিজোরামের প্রাক্তন রাজ্যপাল Kamla Beniwal 97 বছর বয়সে প্রয়াত হলেন।

6.প্রতিবছর 16 ই মে International Day of Light পালিত হয়, এবছরের থিম - 'Light in Our Lives'.

7.প্রখ্যাত লেখক রাস্কিন বন্ড কে সম্মানীয় সাহিত্য একাডেমী ফেলোশিপে সম্মানিত করা হলো।

8.চিফ ইন্টেলিজেন্স অফিসার হিসেবে David Salvagnini কে নিযুক্ত করলো NASA.

9.প্রখ্যাত শিক্ষাবিদ Chandrakant Satija কে গ্লোবাল এক্সেলেন্স আওয়ার্ড 2024 দ্বারা সম্মানিত করা হলো।

10.Dr. Soumya Swaminathan কে McGill ইউনিভার্সিটি দ্বারা সম্মানীয় ডক্টরেট -এ সম্মানিত করা হলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.