অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th মে 2024 | Gk Current Affairs 15th May 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th মে 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gk Current Affairs 15th May 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th মে 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th মে 2024 | Gk Current Affairs 15th May 2024

নিচে Gk Current Affairs 15th May 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th মে 2024 | Gk Current Affairs 15th May 2024


1.'Drone Didi' পাইলট প্রজেক্টের জন্য MSDE এর সাথে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা চুক্তি স্বাক্ষর করলো।

2.ছত্তিশগড়ের প্রথম 15 MW ভাসমান সোলার প্লান্ট স্থাপন করতে চলেছে SAIL-Bhilai.

3.ইরানের চাহবাহার পোর্ট অপারেট করার জন্য ভারত 10 বছরের জন্য চুক্তি স্বাক্ষর করলো।

4.Pramac Ducati এর Jorge Martin সম্প্রতি 2024 ফ্রেঞ্চ MotoGp বিজেতা হলেন।

5.চাঁদের বুকে প্রথম রেলওয়ে স্টেশন FLOAT (Flexible Levitation on a Track নির্মাণের ঘোষণা করলো NASA.

6.2024 Superbet Rapid & Blitz Poland জিতলেন বিশ্বের বর্তমানের সেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেন।

7.আগামী 25 শে মে দিনটি বিশ্ব ফুটবল দিবস পালন করার কথা ঘোষণা করলো সম্মিলিত জাতীপুঞ্জ।

8.পাকিস্তান কে হারিয়ে প্রথমবার সুলতান আজলান শাহ হকি ট্রফি জিতলো জাপান।

9.হিন্দুস্তান শিপইয়ার্ড এর CMD হেমন্ত খাত্রী কে 'PSU Samarpan Award' এ সম্মানিত করা হলো।

10.বিহারের প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী 72 বছর বয়সে প্রয়াত হলেন।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.