বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th মে 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 5th May 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th মে 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Daily Current Affairs in Bengali 5th May 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th মে 2024 | Daily Current Affairs in Bengali 5th May 2024
1.অডিটিং এ সহযোগিতা বাড়াতে ভারতের CAG এবং নেপালের অডিটর জেনারেল চুক্তি স্বাক্ষর করলো।
2.প্রতি বছর 4 ই মে International Day of Mine Awareness and Assistance in Mine Action পালিত হয়।
3.2024-25 বছরের জন্য ভারতের অর্থনৈতিক বৃদ্ধি 6.6% নির্ধারণ করলো OECD.
4.Pi এবং Phi ক্রেডিট কার্ড লঞ্চ করতে YES ব্যাংক এবং ANQ জোটবদ্ধ হলো।
5.ওয়াইল্ডলাইফ বায়োলজিস্ট Purnima Devi Barman সম্প্রতি 'Green Oscar' হোয়াইটলি গোল্ড আওয়ার্ড 2024 পেলেন।
6.গুরুগ্রামে 1 মিলিয়ন বর্গফুটের ক্যাম্পাস উদ্বোধনের ঘোষণা করলো আমেরিকান এক্সপ্রেস।
7.HDFC লাইফ সম্প্রতি 'No Jhanjhat Life Insurance Fatafat' ক্যাম্পেইন লঞ্চ করলো।
8.ন্যাশনাল জুট বোর্ডের সেক্রেটারি হিসেবে শশী ভূষণ সিংকে নিযুক্ত করা হলো।
9.HDFC ব্যাংকের পার্ট-টাইম চেয়ারম্যান হিসেবে অতনু চক্রবর্তীকে পুনরায় নিযুক্ত করার মান্যতা দিলো RBI.
10.ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে 2024 এ ভারত 180 টি দেশের মধ্যে 159 তম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে নরওয়ে।
Also Read:
Please do not share any spam link in the comment box