বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th মে 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 13th May 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th মে 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Daily Current Affairs in Bengali 13th May 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th মে 2024 | Daily Current Affairs in Bengali 13th May 2024
1.শিপবিল্ডিং -এ দেশীয় পণ্য বাড়াতে জিন্দাল স্টিল এন্ড পাওয়ার লিমিটেড (JSP) এবং ভারতীয় কোস্ট গার্ড চুক্তি স্বাক্ষর করলো।
2.আইসল্যান্ডে বিশ্বের বৃহত্তম ডায়রেক্ট এয়ার ক্যাপচার এন্ড স্টোরেজ প্লান্ট 'Mammoth' এর স্থাপনা করলো Climeworks.
3.ভারতে এন্ড্রইড ব্যবহারকারীদের জন্য গুগল সম্প্রতি গুগল ওয়ালেট লঞ্চ করলো।
4.ASBC এশিয়ান U-22 এবং ইয়ুথ বক্সিং চ্যাম্পিয়নশিপ 2024 এ ভারতীয় বক্সাররা মোট 43 টি মেডেল পেলো।
5.CII এর সাথে মিলিত ভাবে নতুন দিল্লিতে Meditech Stackathon 2024 লঞ্চ করলেন DoP সেক্রেটারি Dr. Arunish Chawla.
6.IA ওয়েস্টার্ন কম্যান্ড এবং ভারতীয় বায়ুসেনা পাঞ্জাবে যৌথ অনুশীলন Gagan Strike - II সম্পন্ন করলো।
7.আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ইনফোসিস সংস্থা ISO 42001:2023 সার্টিফিকেশন পেলো।
8.স্কটল্যান্ডের সপ্তম প্রথম মন্ত্রী হিসেবে John Swinney নির্বাচিত করলো স্কটল্যান্ড পার্লামেন্ট।
9.ওপেন রিসার্চ চালনা করার জন্য Springer Nature এবং ডিপার্টমেন্ট অফ এটমিক এনার্জি ট্রান্সফর্মেটিভ এগ্রিমেন্ট স্বাক্ষর করলো।
10.ভারতের প্রথম কমার্শিয়াল ইউটিলিটি-স্কেল BESS প্রজেক্ট দিল্লি ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশন (DERC) এর মান্যতা পেলো।
Also Read:
Please do not share any spam link in the comment box