অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19th মে 2024 | Current Affairs News 19th May 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19th মে 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs News 19th May 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19th মে 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19th মে 2024 | Current Affairs News 19th May 2024

নিচে Current Affairs News 19th May 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19th মে 2024 | Current Affairs News 19th May 2024


1.বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারত মঙ্গলের পৃষ্ঠে রোভার ও হেলিকপ্টার নামানোর জন্য Mangalyaan-2 মিশন লঞ্চ করতে চলেছে।

2.প্রতিবছর 18 ই মে আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Museums for Education and Research'.

3.বার্ষিক ইউকে-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক ডায়ালগে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ব্যাপারে দুই দেশই পুনরায় সুনিশ্চিত করলো।

4.ভারতে ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি প্রমোট করতে FICCI এবং IESA চুক্তি স্বাক্ষর করলো।

5.Forbes প্রকাশিত বিশ্বের Highest-Paid এথলেটিস 2024 তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শীর্ষস্থান অধিকার করলো।

6.'Enabling Public Policy' ক্যাটাগরিতে IN-SPACe কে 'Geospatial World Leadership Award 2024' -এ সম্মানিত করা হলো।

7.ইন্টারন্যাশনাল বুক অফ অনার অরুণাচল প্রদেশের Sela টানেলকে ভারতের উচ্চতম টানেলের স্বীকৃতি দিলো।

8.সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিববল কে নির্বাচিত করা হলো।

9.তৃতীয় বারের জন্য ক্রোয়েশিয়ার PM-Designate হিসেবে Andrej Plenkovic কে নিযুক্ত করা হলো।

10.27 তম ন্যাশনাল ফেডারেশন সিনিয়র এথলেটিক্স কম্পিটিশন 2024 -এ নীরাজ চোপড়া গোল্ড মেডেল জিতলেন।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.