অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th মে 2024 | Career Power Current Affairs 25th May 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th মে 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Career Power Current Affairs 25th May 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th মে 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th মে 2024 | Career Power Current Affairs 25th May 2024

নিচে Career Power Current Affairs 25th May 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th মে 2024 | Career Power Current Affairs 25th May 2024


1.ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা Klaus Schwab এক্সিকিউটিভ ভূমিকা থেকে সরে দাঁড়ালেন।

2.CCIL IFSC লিমিটেড 6.125% মালিকানা অর্জন করলো HSBC এবং SBI.

3.UAE রাষ্ট্রপতি Sheikh Mohamed bin Zayed Al Nahyan প্যারাগুয়ের আম্বাসাডর Jose Aguero Avila কে First-Class Medal of Independence সম্মানে সম্মানিত করলেন।

4.জার্মান লেখক Jenny Erpenbeck এর 'Kairos' সম্প্রতি আন্তর্জাতিক বুকার প্রাইজ জিতলো।

5.অ্যাস্ট্রনমিতে বিজ্ঞানী Srinivas R. Kulkarni কে সম্মানীয় Shaw প্রাইজে সম্মানিত করা হলো।

6.আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সম্প্রতি 'Let's Move India' ক্যাম্পেইন লঞ্চ করলো।

7.ইউনিভার্সিটি অফ টোকিও পৃথিবীর উচ্চতম অবজারভেটরি Atacama Observatory (TAO) এর উদ্বোধন করলো।

8.প্রতিবছর 24 শে মে International Day of the Markhor পালিত হয়, এছাড়া গত 23 শে মে বিশ্ব কচ্ছপ দিবস পালিত হলো।

9.স্মার্ট রিং ইনোভেশনকে গুরুত্ব দিতে ওমেন'স ওয়েলনেস প্লাটফর্ম SocialBoat -এর অধিকার অর্জন করলো Noise.

10.2027 ফিফা ওমেন'স ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে চলেছে ব্রাজিল।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.