বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12th এপ্রিল 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Speedy Current Affairs 12th April 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12th এপ্রিল 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Speedy Current Affairs 12th April 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12th এপ্রিল 2024 | Speedy Current Affairs 12th April 2024
1.প্রথম প্রাইভেট ব্যাংক হিসেবে লাক্ষাদ্বীপে ব্রাঞ্চ খুললো HDFC ব্যাংক।
2.Dr. Agarwal এর চক্ষু হাসপাতাল 'Best Scientific Poster Award' 2024 জিতলো।
3.2028 অলিম্পিক পর্যন্ত ভারতীয় মহিলা হকি দলের কোচ হিসেবে হারেন্দ্র সিংকে নিযুক্ত করা হলো।
4.নোবেল পুরস্কার প্রাপ্ত ব্রিটিশ পদার্থবিদ Peter Higgs 94 বছর বয়সে প্রয়াত হলেন।
5.2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ বাড়িয়ে 7% নির্ধারণ করলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।
6.কন্যা শিশু এমপাওয়ারমেন্ট মিশনের দ্বিতীয় সংস্করণ লঞ্চ করতে চলেছে NTPC লিমিটেড।
7.Hurun Global ইউনিকর্ন ইনডেক্সে শীর্ষ স্থান ধরে রাখলো ইউএস, ভারতের স্থান তৃতীয়।
8.শক্তিপীঠে 'Shakti – A Festival of Music and Dance' এর আয়োজন করলো সঙ্গীত নাটক অ্যাকাডেমী।
9.ইন্সুরেন্স ডিস্ট্রিবিউশন বাড়াতে Policybazaar এর সাথে জোটবদ্ধ হলো ICICI Lombard.
10.সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ দ্বারা আয়োজিত দুদিন ব্যাপী হোমিওপ্যাথি সিম্পসিয়ামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
Also Read:
Please do not share any spam link in the comment box