অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11th এপ্রিল 2024 | Latest Current Affairs 11th April 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11th এপ্রিল 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Latest Current Affairs 11th April 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11th এপ্রিল 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11th এপ্রিল 2024 | Latest Current Affairs 11th April 2024

নিচে Latest Current Affairs 11th April 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11th এপ্রিল 2024 | Latest Current Affairs 11th April 2024


1.Valero Texas ওপেন খেতাব জিতলেন ভারতীয়-আমেরিকান গল্ফার অক্ষয় ভাটিয়া।

2.গত 9 ই এপ্রিল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সাহসিকতা দিবস উদযাপন করলো।

3.স্টার্টআপ ফাইন্যান্সিং এর জন্য SINE, IIT বোম্বে এবং কানাড়া ব্যাঙ্ক জোটবদ্ধ হয়ে চুক্তি স্বাক্ষর করলো।

4. জিম্বাবুয়ে সম্প্রতি নতুন গোল্ড ভিত্তিক কারেন্সি 'ZIG' লঞ্চ করলো।

5.গ্লোবাল এয়ারপোর্ট অপারেশন্স এর প্রধান হিসেবে Jayaraj Shanmugam কে নিযুক্ত করলো এয়ার ইন্ডিয়া।

6.প্রতিবছর 10 ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Homeoparivar: One Health, One Family'.

7.ইসরোর START প্রোগ্রামের জন্য GUJCOST কে নোডাল সেন্টার হিসেবে নিযুক্ত করা হলো।

8.ICC প্লেয়ার অফ দি মান্থ ফর মার্চ 2024 হলেন Kamindu Mendis (পুরুষ দল) এবং Maia Bouchier (মহিলা দল)।

9.37 বছর বয়সে আয়ারল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হলেন Simon Harris.

10.মন্টে কারলো মাস্টার্সে প্রথম ভারতীয় হিসেবে ক্লে কোর্টে ATP Masters 1000 -এ ম্যাচ জিতে ইতিহাস গড়লেন সুমিত নাগাল।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.