বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 20th এপ্রিল 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Important Current Affairs 20th April 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 20th এপ্রিল 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Important Current Affairs 20th April 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 20th এপ্রিল 2024 | Important Current Affairs 20th April 2024
1.ওড়িশার চাঁদিপুর থেকে দেশীয় টেকনোলজি ক্রুজ মিসাইল এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো DRDO.
2.প্রতি বছর 19 শে এপ্রিল বিশ্ব যকৃৎ দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Keep your liver healthy and disease-free'.
3.নাভাল স্টাফের পরবর্তী প্রধান হিসেবে ভাইস-অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীকে নিযুক্ত করা হলো।
4.ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট ব্যাটসম্যান Raman Subba Row 92 বছর বয়সে প্রয়াত হলেন।
5.Lowest Limbo Skating Over 25 Metres এর জন্য Takshvi Vaghani নতুন বিশ্ব রেকর্ড গড়লো।
6.আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ইনফ্লুয়েন্সরদের জন্য বিশ্বের প্রথম সৌন্দর্য প্রতিযোগিতা 'Miss AI' চালু হতে চলেছে।
7.সম্প্রতি বারাণসীর Tiranga Barfi এবং Dhalua Murti Metal Casting ক্রাফট জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেলো।
8.উজবেকিস্তানে একাডেমি অফ আর্মড ফোর্সেস -এ হাই-টেক আইটি ল্যাবের উদ্বোধন করলেন জেনারেল মনোজ পান্ডে।
9.16 তম ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট আবুধাবিতে শুরু হলো।
10.2024 সালে ভারতের জিডিপি গ্রোথ 6.7% থেকে কমিয়ে 6.5% নির্ধারণ করলো UNCTAD.
Also Read:
Please do not share any spam link in the comment box