বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th এপ্রিল 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Daily Current Affairs 14th April 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th এপ্রিল 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Gksolves Daily Current Affairs 14th April 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th এপ্রিল 2024 | Gksolves Daily Current Affairs 14th April 2024
1.সম্প্রতি রাশিয়া Angara-A5 নামক স্পেস রকেটের সফল পরীক্ষণ সম্পন্ন করলো।
2.Jain Acharya Lokesh Muni কে আমেরিকান প্রেসিডেন্টের ভলান্টিয়ার সার্ভিস আওয়ার্ড 2024 এ সম্মানিত করা হলো।
3.ইন্টারন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল বোর্ডে পুনরায় Jagjit Pavadia কে নির্বাচিত করা হলো।
4.ওয়ার্ল্ড সাইবারক্রাইম ইনডেক্সে রাশিয়া এবং ইউক্রেন শীর্ষ স্থান অধিকার করলো।
5.ভারত-উজবেকিস্তানের মধ্যে পঞ্চম যৌথ মিলিটারি অনুশীলন 'DUSTLIK 2024' উজবেকিস্তানে শুরু হতে চলেছে।
6.ভারতীয় গবেষক Dr. Gagandeep Kang কে 2024 John Dirks Canada Gairdner গ্লোবাল হেল্থ আওয়ার্ড -এ সম্মানিত করা হলো।
7.2024 এ ভারতের অর্থনৈতিক বৃদ্ধি 6.1% হতে চলেছে বলে নির্ধারণ করলো Moody's Analytics.
8.গুজরাটের খাবদা জেলায় বিশ্বের বৃহত্তম রিনিউইবেল এনার্জি পার্ক গড়ে তুলতে চলেছে আদানি গ্রীন এনার্জি।
9.ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের (UGC) সদস্য হিসেবে Sachidananda Mohanty কে নিযুক্ত করা হলো।
10.ইউএস-ইন্ডিয়া ট্যাক্স ফোরামের প্রধান হিসেবে প্রাক্তন রেভিনিউ সেক্রেটারি তরুণ বাজাজকে নিযুক্ত করা হলো।
Also Read:
Please do not share any spam link in the comment box