বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th এপ্রিল 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Current Affairs 8th April 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th এপ্রিল 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Gksolves Current Affairs 8th April 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th এপ্রিল 2024 | Gksolves Current Affairs 8th April 2024
1.বর্ষীয়ান তামিল অভিনেতা Visheshwara Rao 64 বছর বয়সে সম্প্রতি প্রয়াত হলেন।
2.দেশ জুড়ে খরা দেখা দেওয়ার কারণে Zimbabwe, Zambia এবং Malawi নিজেদেরকে 'State of Disaster' ঘোষণা করলো।
3.2047 সালের মধ্যে ভারতের নিউক্লিয় শক্তি উৎপাদন ক্ষমতার লক্ষ্যমাত্রা 1 লক্ষ মেগাওয়াট স্থির করা হলো।
4.PTI এর সাথে জোটবদ্ধ হয়ে ভারতে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের বিস্তৃতি ঘটালো Meta.
5.অটো সফটওয়্যার এবং বিজনেস আইটি সলিউশনের জন্য যৌথ ভেঞ্চার স্থাপন করতে চলেছে টাটা টেক এবং BMW গ্রুপ।
6.ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) 'One Vehicle, One FASTag' নীতি চালু করলো।
7.প্যারিস অলিম্পিক 2024 এর জন্য ভারতীয় ভারউত্তোলক মিরাবাই চানু যোগ্যতা অর্জন করলেন।
8.ভারতীয় পর্যটকদের কাছে সিঙ্গাপুরকে প্রমোট করতে MakeMyTrip এবং সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড জোটবদ্ধ হলো।
9.ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সাথে 3 বছরের জন্য চুক্তি স্বাক্ষর করলো IIM ইন্দোর।
10.ইন্ডিয়ান রেলওয়েকে হারিয়ে 56 তম ন্যাশনাল খো-খো চ্যাম্পিয়নশিপ জিতলো মহারাষ্ট্র।
Also Read:
Please do not share any spam link in the comment box