অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th এপ্রিল 2024 | Gksolves Current Affairs 4th April 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th এপ্রিল 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Current Affairs 4th April 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th এপ্রিল 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th এপ্রিল 2024 | Gksolves Current Affairs 4th April 2024

নিচে Gksolves Current Affairs 4th April 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th এপ্রিল 2024 | Gksolves Current Affairs 4th April 2024


1.বর্ষীয়ান অভিনেত্রী Barbara Rush 97 বছর বয়সে প্রয়াত হলেন।

2.এসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া (ASSOCHAM) নতুন প্রেসিডেন্ট হিসেবে সঞ্জয় নায়ারকে নিযুক্ত করা হলো।

3.ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (DGEME) এর 33 তম ডিরেক্টর জেনারেল পদের দায়িত্ব নিলেন JS Sidana.

4.2023-24 -এ ভারতের শ্রেষ্ঠ কার্গো-হ্যান্ডলিং পোর্ট এর তকমা পেলো পারাদ্বীপ পোর্ট।

5.ভারতে লিথিয়াম আয়ন-সেল উৎপাদনের জন্য IOCL এবং Panasonic জোটবদ্ধ হলেন।

6.প্রতি বছর 1 - 7 ই এপ্রিল পর্যন্ত Prevention of Blindness সপ্তাহ 2024 পালন করা হয়।

7.মালদ্বীপে ভারত, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মধ্যে ত্রিশক্তি অনুশীলন 'Dosti-16' সম্পন্ন হলো।

8.ত্রিপুরার Matabari Pera Prasad, Rignai Pachara টেক্সটাইলস এবং Risa সম্প্রতি GI ট্যাগ পেলো।

9.সংস্কৃত রিসার্চ এবং এডুকেশন প্রমোট করার জন্য ভারত এবং নেপাল যৌথ ইনিশিয়েটিভ লঞ্চ করলো।

10.ভারতীয় এয়ার ফোর্স 1 - 10 ই এপ্রিল 'Gagan Shakti-2024' নামক বৃহৎ অনুশীলনের আয়োজন করতে চলেছে।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.