অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th এপ্রিল 2024 | Gk Current Affairs 15th April 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th এপ্রিল 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gk Current Affairs 15th April 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th এপ্রিল 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th এপ্রিল 2024 | Gk Current Affairs 15th April 2024

নিচে Gk Current Affairs 15th April 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th এপ্রিল 2024 | Gk Current Affairs 15th April 2024


1.ডিজিটাল সার্ভিস এক্সপোর্টে চীনকে সম্প্রতি অতিক্রম করলো ভারত।

2.RBI এর কাছ থেকে PPI লাইসেন্সের মান্যতা পেলো Neobank Revolut India.

3.Blue Origin's NS-25 মিশনের মাধ্যমে প্রথম ভারতীয় পাইলট হিসেবে মহাকাশ পর্যটক হয়ে ইতিহাস গড়তে চলেছেন Gopi Thotakura.

4.HDB ফিনান্সিয়াল সার্ভিসে 20% মালিকানার অধিকার পেতে চলেছে জাপানের MUFG.

5.BharatPe এর সহ-প্রতিষ্ঠাতা Ashneer Grover সম্প্রতি ZeroPe নামক মেডিক্যাল লোন অ্যাপ লঞ্চ করলেন।

6.প্রতিবছর 14 ই এপ্রিল World Chagas Disease দিবস পালন করা হয়।

7.প্রাক্তন NFL তারকা O.J. Simpson 76 বছর বয়সে প্রয়াত হলেন।

8.ক্রিটিক্যাল মিনারেল এডভান্সমেন্টের জন্য KABIL এবং CSIR-IMMT জোটবদ্ধ হলো।

9.ইসরোর চন্দ্রায়ন - 3 মিশন টিমকে 2024 John L. "Jack" Swigert, Jr. আওয়ার্ডে সম্মানিত করা হলো।

10.কানাড়া কবি Mamta G Sagar সম্প্রতি আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার 2024 জিতলেন।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.