অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th এপ্রিল 2024 | Gk Current Affairs 10th April 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th এপ্রিল 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gk Current Affairs 10th April 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th এপ্রিল 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th এপ্রিল 2024 | Gk Current Affairs 10th April 2024

নিচে Gk Current Affairs 10th April 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th এপ্রিল 2024 | Gk Current Affairs 10th April 2024


1.বিশ্বের প্রবীণতম জীবন্ত ব্যক্তির তকমা পেলো ইংল্যান্ডের 111বছর বয়সী John Alfred Tinniswood.

2.বর্ষীয়ান সিনেমাটোগ্রাফার Gangu Ramsay সম্প্রতি 83 বছর বয়সে প্রয়াত হলেন।

3.টাটা এডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL) সম্প্রতি ভারতের প্রথম প্রাইভেট ভাবে নির্মিত সাব-মিটার রেজোলিউশন সার্ভেল্যান্স স্যাটেলাইট লঞ্চ করলো।

4.Aleksei Navalny এবং Yulia Navalnaya কে ফ্রিডম প্রাইজে সম্মানিত করা হলো।

5.মনোজ পান্ডা কে ফাইন্যান্স কমিশনের নতুন সদস্য হিসেবে নিযুক্ত করলো কেন্দ্রীয় সরকার।

6.ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (WADA) Doping Offenders লিস্ট 2022 এ ভারত শীর্ষস্থান অধিকার করলো।

7.প্রখ্যাত লেখক Sam Pitroda নতুন একটি বই লিখলেন যার শিরোনাম 'The Idea of Democracy'.

8.TCS World 10K ব্যাঙ্গালুরু 2024 এর ব্র্যান্ড আম্বাসাডর হলেন অলিম্পিক চ্যাম্পিয়ন Valerie Adams.

9.Srinivas Pallia কে নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এবং ম্যানেজিং ডিরেক্টর (MD) পদে নিযুক্ত করলো আইটি সংস্থা Wipro.

10.মিনিস্ট্রি অফ ডিফেন্স নতুন দিল্লিতে ট্রাই-সার্ভিস প্লানিং কনফারেন্স 'Parivartan Chintan' এর আয়োজন করলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.