অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th এপ্রিল 2024 | Daily Current Affairs in Bengali 5th April 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th এপ্রিল 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 5th April 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th এপ্রিল 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th এপ্রিল 2024 | Daily Current Affairs in Bengali 5th April 2024

নিচে Daily Current Affairs in Bengali 5th April 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th এপ্রিল 2024 | Daily Current Affairs in Bengali 5th April 2024


1.ইজিপ্টের রাষ্ট্রপতি হিসেবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করলেন Abdel Fattah al-Sisi.

2.মহিলাদের জন্য হেল্থকেয়ার লোন এবং সেভিংস একাউন্ট লঞ্চ করলো কানাড়া ব্যাংক।

3.Dr. Karthik Kommuri কে National Fame আওয়ার্ড 2024 এ সম্মানিত করা হলো।

4.মিনিস্ট্রি হেল্থ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সম্প্রতি myCGHS iOS অ্যাপ লঞ্চ করলো।

5.উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের গমের ভ্যারাইটি সম্প্রতি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেলো।

6.প্রথম কমার্শিয়াল ক্রুড অয়েল স্ট্র্যাটেজিক স্টোরেজ গড়ে তুলতে চলেছে ভারত।

7.যুবদের ভোট দিতে উৎসাহ প্রদান করতে নির্বাচন কমিশন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে নিযুক্ত করলো।

8.টাটা ইন্টারন্যাশনাল রাজীব সিংহলকে ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করলো।

9.টানেলিং প্রজেক্ট পারফরম্যান্স বাড়াতে SVJN এবং আইআইটি পাটনা জোটবদ্ধ হলো।

10.রিনিউইবেল এনার্জি ফাইন্যান্সিং ক্যাটাগরিতে SKOCH ESG আওয়ার্ড 2024 জিতলো REC লিমিটেড।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.