অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd এপ্রিল 2024 | Daily Current Affairs 3rd April 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd এপ্রিল 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs 3rd April 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd এপ্রিল 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd এপ্রিল 2024 | Daily Current Affairs 3rd April 2024

নিচে Daily Current Affairs 3rd April 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd এপ্রিল 2024 | Daily Current Affairs 3rd April 2024


1.রিপাবলিক অফ কঙ্গো দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে Judith Suminwa Tuluka কে নিযুক্ত করা হলো।

2.প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদের দায়িত্ব নিলেন Ms Sheyphali B. Sharan.

3.করোনা ভাইরাসের জন্য গ্লোবাল নেটওয়ার্ক CoViNet লঞ্চ করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO).

4.ATP র‍্যাঙ্কিং এর ইতিহাসে সবথেকে প্রবীণ খেলোয়াড় হিসেবে প্রথম স্থান অর্জন করলেন নোভাক জোকোভিচ।

5.ছত্তিশগড়ের ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড Aluminium Stewardship Initiative (ASI) পারফরম্যান্স স্ট্যান্ডার্ড অর্জন করলো।

6.Axis Capital এর ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে অতুল মেহরাকে নিযুক্ত করা হলো।

7.প্রতিবছর 2 রা এপ্রিল World Autism Awareness Day পালন করা হয়।

8.Times Group এর ম্যানেজিং ডিরেক্টর Vineet Jain কে ENBA লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড -এ সম্মানিত করা হলো।

9.প্রফেসর মিনা চন্দ্রকে 'International Culture Award' 2024 -এ সম্মানিত করা হলো।

10.FICCI Ladies Organisation (FLO) এর নতুন প্রেসিডেন্ট হলেন জয়শ্রী দাস ভার্মা।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.