অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd এপ্রিল 2024 | Current Affairs In Bengali 2nd April 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd এপ্রিল 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs In Bengali 2nd April 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd এপ্রিল 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd এপ্রিল 2024 | Current Affairs In Bengali 2nd April 2024

নিচে Current Affairs In Bengali 2nd April 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd এপ্রিল 2024 | Current Affairs In Bengali 2nd April 2024


1.Schengen ট্রাভেল জোনে আংশিকভাবে রোমানিয়া এবং বুলগেরিয়া যোগদান করলো।

2.মিয়ামি ওপেন 2024 এ পুরুষ যুগলে খেতাব জিতলো রোহান বাপান্না এবং Matt Ebden জুটি।

3.হকি ইন্ডিয়া আওয়ার্ড 2023 এ হার্দিক সিং এবং Salima Tete কে প্লেয়ার অফ দি ইয়ার 2023 সম্মানে সম্মানিত করা হলো।

4.ইউএন কমিশন অন দি স্ট্যাটাস অফ ওমেন এর সভাপতি হিসেবে সৌদি আরবকে বেছে নেওয়া হলো।

5.প্রতি বছর 1 লা এপ্রিল উৎকল দিবস বা ওড়িশা দিবস পালন হয়।

6.অনলাইন ইন্সুরেন্স মার্কেটপ্লেস Bima Sugam -এর স্থাপন করার মান্যতা দিলো IRDAI.

7.আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের উপর কম্পট্রলার এন্ড অডিটর জেনারেল (CAG) এবং আইআইটি দিল্লী চুক্তি স্বাক্ষর করলো।

8.Luís Montenegro কে পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হলো।

9.ইন্ডিয়ান মাস্টার্স ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024 এ মহারাষ্ট্রের Naheed Divecha 2 টি গোল্ড মেডেল জিতলেন।

10.ইজিপ্টে স্ট্র্যাটেজিক কো-অপারেশন প্রজেক্টের ঘোষণা করলো Tejas নেটওয়ার্ক এবং টেলিকম ইজিপ্ট।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.