অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st এপ্রিল 2024 | Current Affairs 1st April 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st এপ্রিল 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs 1st April 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st এপ্রিল 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st এপ্রিল 2024 | Current Affairs 1st April 2024

নিচে Current Affairs 1st April 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st এপ্রিল 2024 | Current Affairs 1st April 2024

1.ASD স্টার্টআপ গুলিকে বুস্ট করতে IIM মুম্বাই এবং Starburst জোটবদ্ধ হলো।

2.ষষ্ঠ Shaastra Rapid FIDE রেটেড চেস ট্যুর্নামেন্ট হোস্ট করতে চলেছে আইআইটি মাদ্রাস।

3.প্রখ্যাত অস্কার জয়ী অভিনেতা Louis Gossett Jr. 87 বছর বয়সে প্রয়াত হলেন।

4.সম্প্রতি ভারত-মোজাম্বিক-তানজানিয়ার মধ্যে ত্রিপাক্ষিক অনুশীলন IMT TRILAT 24 সম্পন্ন হলো।

5.ব্যাংক অফ ইন্ডিয়ার উপর ₹564.44 কোটি টাকার পেনাল্টি চাপালো আয়কর দপ্তর।

6.CEAT এর MD এবং CEO অর্নব ব্যানার্জীকে অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচার্স এসোসিয়েশন (ATMA) এর নতুন চেয়ারম্যান পদে নির্বাচিত করা হলো।

7.UN এর ডিজাস্টার রিস্ক রিডাকশন এফোর্টের নেতৃত্ব দিতে চলেছেন ভারতীয় এক্সপার্ট কমল কিশোর।

8.S. Raman এর আত্মজীবনী প্রকাশিত হলো যার শিরোনাম 'From A Car Shed To The Corner Room & Beyond'.

9.কেনিয়ার অলরাউন্ডার ক্রিকেটার Collins Obuya সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন।

10.Senegalese এর রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন 44 বছর বয়সী Bassirou Diomaye.

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.