অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল 2024 | Bengali Monthly Current Affairs April 2024 PDF

মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Monthly Current Affairs April 2024 PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল 2024 | Bengali Monthly Current Affairs April 2024 PDF

নিচে Bengali Monthly Current Affairs April 2024 PDF যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News



এপ্রিল 2024 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves_Current_Affairs


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি


আরও ডাউনলোড করুন:





মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল 2024 | Bengali Monthly Current Affairs April 2024 PDF


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st এপ্রিল 2024

1.ASD স্টার্টআপ গুলিকে বুস্ট করতে IIM মুম্বাই এবং Starburst জোটবদ্ধ হলো।

2.ষষ্ঠ Shaastra Rapid FIDE রেটেড চেস ট্যুর্নামেন্ট হোস্ট করতে চলেছে আইআইটি মাদ্রাস।

3.প্রখ্যাত অস্কার জয়ী অভিনেতা Louis Gossett Jr. 87 বছর বয়সে প্রয়াত হলেন।

4.সম্প্রতি ভারত-মোজাম্বিক-তানজানিয়ার মধ্যে ত্রিপাক্ষিক অনুশীলন IMT TRILAT 24 সম্পন্ন হলো।

5.ব্যাংক অফ ইন্ডিয়ার উপর ₹564.44 কোটি টাকার পেনাল্টি চাপালো আয়কর দপ্তর।

6.CEAT এর MD এবং CEO অর্নব ব্যানার্জীকে অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচার্স এসোসিয়েশন (ATMA) এর নতুন চেয়ারম্যান পদে নির্বাচিত করা হলো।

7.UN এর ডিজাস্টার রিস্ক রিডাকশন এফোর্টের নেতৃত্ব দিতে চলেছেন ভারতীয় এক্সপার্ট কমল কিশোর।

8.S. Raman এর আত্মজীবনী প্রকাশিত হলো যার শিরোনাম 'From A Car Shed To The Corner Room & Beyond'.

9.কেনিয়ার অলরাউন্ডার ক্রিকেটার Collins Obuya সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন।

10.Senegalese এর রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন 44 বছর বয়সী Bassirou Diomaye.


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd এপ্রিল 2024

1.Schengen ট্রাভেল জোনে আংশিকভাবে রোমানিয়া এবং বুলগেরিয়া যোগদান করলো।

2.মিয়ামি ওপেন 2024 এ পুরুষ যুগলে খেতাব জিতলো রোহান বাপান্না এবং Matt Ebden জুটি।

3.হকি ইন্ডিয়া আওয়ার্ড 2023 এ হার্দিক সিং এবং Salima Tete কে প্লেয়ার অফ দি ইয়ার 2023 সম্মানে সম্মানিত করা হলো।

4.ইউএন কমিশন অন দি স্ট্যাটাস অফ ওমেন এর সভাপতি হিসেবে সৌদি আরবকে বেছে নেওয়া হলো।

5.প্রতি বছর 1 লা এপ্রিল উৎকল দিবস বা ওড়িশা দিবস পালন হয়।

6.অনলাইন ইন্সুরেন্স মার্কেটপ্লেস Bima Sugam -এর স্থাপন করার মান্যতা দিলো IRDAI.

7.আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের উপর কম্পট্রলার এন্ড অডিটর জেনারেল (CAG) এবং আইআইটি দিল্লী চুক্তি স্বাক্ষর করলো।

8.Luís Montenegro কে পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হলো।

9.ইন্ডিয়ান মাস্টার্স ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024 এ মহারাষ্ট্রের Naheed Divecha 2 টি গোল্ড মেডেল জিতলেন।

10.ইজিপ্টে স্ট্র্যাটেজিক কো-অপারেশন প্রজেক্টের ঘোষণা করলো Tejas নেটওয়ার্ক এবং টেলিকম ইজিপ্ট।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd এপ্রিল 2024

1.রিপাবলিক অফ কঙ্গো দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে Judith Suminwa Tuluka কে নিযুক্ত করা হলো।

2.প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদের দায়িত্ব নিলেন Ms Sheyphali B. Sharan.

3.করোনা ভাইরাসের জন্য গ্লোবাল নেটওয়ার্ক CoViNet লঞ্চ করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO).

4.ATP র‍্যাঙ্কিং এর ইতিহাসে সবথেকে প্রবীণ খেলোয়াড় হিসেবে প্রথম স্থান অর্জন করলেন নোভাক জোকোভিচ।

5.ছত্তিশগড়ের ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড Aluminium Stewardship Initiative (ASI) পারফরম্যান্স স্ট্যান্ডার্ড অর্জন করলো।

6.Axis Capital এর ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে অতুল মেহরাকে নিযুক্ত করা হলো।

7.প্রতিবছর 2 রা এপ্রিল World Autism Awareness Day পালন করা হয়।

8.Times Group এর ম্যানেজিং ডিরেক্টর Vineet Jain কে ENBA লাইফটাইম এচিভমেন্ট আওয়ার্ড -এ সম্মানিত করা হলো।

9.প্রফেসর মিনা চন্দ্রকে 'International Culture Award' 2024 -এ সম্মানিত করা হলো।

10.FICCI Ladies Organisation (FLO) এর নতুন প্রেসিডেন্ট হলেন জয়শ্রী দাস ভার্মা।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th এপ্রিল 2024

1.বর্ষীয়ান অভিনেত্রী Barbara Rush 97 বছর বয়সে প্রয়াত হলেন।

2.এসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া (ASSOCHAM) নতুন প্রেসিডেন্ট হিসেবে সঞ্জয় নায়ারকে নিযুক্ত করা হলো।

3.ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (DGEME) এর 33 তম ডিরেক্টর জেনারেল পদের দায়িত্ব নিলেন JS Sidana.

4.2023-24 -এ ভারতের শ্রেষ্ঠ কার্গো-হ্যান্ডলিং পোর্ট এর তকমা পেলো পারাদ্বীপ পোর্ট।

5.ভারতে লিথিয়াম আয়ন-সেল উৎপাদনের জন্য IOCL এবং Panasonic জোটবদ্ধ হলেন।

6.প্রতি বছর 1 - 7 ই এপ্রিল পর্যন্ত Prevention of Blindness সপ্তাহ 2024 পালন করা হয়।

7.মালদ্বীপে ভারত, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মধ্যে ত্রিশক্তি অনুশীলন 'Dosti-16' সম্পন্ন হলো।

8.ত্রিপুরার Matabari Pera Prasad, Rignai Pachara টেক্সটাইলস এবং Risa সম্প্রতি GI ট্যাগ পেলো।

9.সংস্কৃত রিসার্চ এবং এডুকেশন প্রমোট করার জন্য ভারত এবং নেপাল যৌথ ইনিশিয়েটিভ লঞ্চ করলো।

10.ভারতীয় এয়ার ফোর্স 1 - 10 ই এপ্রিল 'Gagan Shakti-2024' নামক বৃহৎ অনুশীলনের আয়োজন করতে চলেছে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 5th এপ্রিল 2024

1.ইজিপ্টের রাষ্ট্রপতি হিসেবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করলেন Abdel Fattah al-Sisi.

2.মহিলাদের জন্য হেল্থকেয়ার লোন এবং সেভিংস একাউন্ট লঞ্চ করলো কানাড়া ব্যাংক।

3.Dr. Karthik Kommuri কে National Fame আওয়ার্ড 2024 এ সম্মানিত করা হলো।

4.মিনিস্ট্রি হেল্থ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সম্প্রতি myCGHS iOS অ্যাপ লঞ্চ করলো।

5.উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের গমের ভ্যারাইটি সম্প্রতি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেলো।

6.প্রথম কমার্শিয়াল ক্রুড অয়েল স্ট্র্যাটেজিক স্টোরেজ গড়ে তুলতে চলেছে ভারত।

7.যুবদের ভোট দিতে উৎসাহ প্রদান করতে নির্বাচন কমিশন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে নিযুক্ত করলো।

8.টাটা ইন্টারন্যাশনাল রাজীব সিংহলকে ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করলো।

9.টানেলিং প্রজেক্ট পারফরম্যান্স বাড়াতে SVJN এবং আইআইটি পাটনা জোটবদ্ধ হলো।

10.রিনিউইবেল এনার্জি ফাইন্যান্সিং ক্যাটাগরিতে SKOCH ESG আওয়ার্ড 2024 জিতলো REC লিমিটেড।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 6th এপ্রিল 2024

1.বিশ্ব ব্যাংকের ইকোনমিক অ্যাডভাইজারি প্যানেলের সদস্য হিসেবে রাকেশ মোহনকে নিযুক্ত করা হলো।

2.2029-30 এর মধ্যে প্রাইভেটভাবে প্রথম স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ স্থাপন করতে চলেছে ভারত।

3.প্রতি বছর 5 ই এপ্রিল National Maritime দিবস পালন করা হয়, এবছরের থিম -  'Navigating the future: safety first'.

4.বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার লঞ্চ করলো রোমানিয়ার একটি রিসার্চ সেন্টার।

5.'অগ্নি-প্রাইম' নামক নিউ জেনারেশন ব্যালিস্টিক মিসাইলের ফ্লাইট-টেস্ট সফলভাবে সম্পন্ন করলো DRDO.

6.Forbes প্রকাশিত World's Billionaires লিস্ট 2024 এ ভারতের মুকেশ আম্বানি নবম স্থান অধিকার করলো।

7.তিন-দশক পর রাজ্যসভা থেকে অবসর নিতে চলেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

8.19 তম SCO সিকিউরিটি কাউন্সিল মিটিংয়ে ভারতীয় দলের নেতৃত্ব দিলেন অজিত দোভাল।

9.আইআইটি বোম্বেতে ভারতের প্রথম জিন থেরাপি ফর ক্যানসার লঞ্চ করা হলো।

10.Swiggy এর নতুন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে সুপর্ণা মিত্রকে নিযুক্ত করা হলো।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th এপ্রিল 2024

1.SJVN Limited কে অসামান্য কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটির জন্য 15 তম CIDC Vishwakarma আওয়ার্ড 2024 এ দুটি পুরস্কারে সম্মানিত করা হলো।

2.প্রতি বছর 6 ই এপ্রিল জাতীয় লাইব্রেরি দিবস পালন করা হয়, এছাড়া এই বছর এই তারিখে National Handmade Day পালিত হলো, এবছরের থিম - 'Buy a Handmade Product'.

3.প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারিস অলিম্পিক 2024 এর জুরিতে থাকতে চলেছেন Bilquis Mir.

4.Paymart India এর সাথে জোটবদ্ধ হয়ে J&K ব্যাঙ্ক ভার্চুয়াল ATM ফ্যাসিলিটি লঞ্চ করলো।

5.ব্যাঙ্কিং নীতি লঙ্ঘনের জন্য IDFC First ব্যাঙ্ক এবং LIC হাউসিং ফাইন্যান্সের উপর ফাইন চাপালো RBI.

6.ন্যাশনাল কো-অপারেটিভ ডেয়ারী ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NCDFI) এর নতুন চেয়ারম্যান হিসেবে মীনেশ শাহ কে নির্বাচিত করা হলো।

7.UAE এর প্রসিদ্ধ কোম্পানি Masdar ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট হোস্ট করতে চলেছে।

8.সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীতে Akashteer সিস্টেমকে অন্তর্ভুক্ত করা হলো।

9.গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট Digi Yatra সিস্টেম লঞ্চ করলো।

10.IWF ওয়ার্ল্ড কাপ 2024 এ Bindyarani Devi ব্রোঞ্জ মেডেল জিতলেন।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th এপ্রিল 2024

1.বর্ষীয়ান তামিল অভিনেতা Visheshwara Rao 64 বছর বয়সে সম্প্রতি প্রয়াত হলেন।

2.দেশ জুড়ে খরা দেখা দেওয়ার কারণে Zimbabwe, Zambia এবং Malawi নিজেদেরকে 'State of Disaster' ঘোষণা করলো।

3.2047 সালের মধ্যে ভারতের নিউক্লিয় শক্তি উৎপাদন ক্ষমতার লক্ষ্যমাত্রা 1 লক্ষ মেগাওয়াট স্থির করা হলো।

4.PTI এর সাথে জোটবদ্ধ হয়ে ভারতে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের বিস্তৃতি ঘটালো Meta.

5.অটো সফটওয়্যার এবং বিজনেস আইটি সলিউশনের জন্য যৌথ ভেঞ্চার স্থাপন করতে চলেছে টাটা টেক এবং BMW গ্রুপ।

6.ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) 'One Vehicle, One FASTag' নীতি চালু করলো।

7.প্যারিস অলিম্পিক 2024 এর জন্য ভারতীয় ভারউত্তোলক মিরাবাই চানু যোগ্যতা অর্জন করলেন।

8.ভারতীয় পর্যটকদের কাছে সিঙ্গাপুরকে প্রমোট করতে MakeMyTrip এবং সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড জোটবদ্ধ হলো।

9.ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সাথে 3 বছরের জন্য চুক্তি স্বাক্ষর করলো IIM ইন্দোর।

10.ইন্ডিয়ান রেলওয়েকে হারিয়ে 56 তম ন্যাশনাল খো-খো চ্যাম্পিয়নশিপ জিতলো মহারাষ্ট্র।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 9th এপ্রিল 2024

1.ইনোভেটিভ নির্বাচন ইনশিয়েটিভ হিসেবে পাঞ্জাব সরকার 'Booth Raabta' ওয়েবসাইট লঞ্চ করলো।

2.লাক্ষাদ্বীপে উপকূলবর্তী সিকিউরিটি অনুশীলন 'Sagar Kavach 2024' সম্পন্ন হলো।

3.স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপের ইন্সপেক্টর জেনারেল হিসেবে IPS অফিসার লাভ কুমার কে নিযুক্ত করা হলো।

4.তামিলনাড়ুতে অ্যাকোয়াটিক সেন্টারের উদ্বোধন করলো ভারতীয় কোস্ট গার্ড।

5.মহারাষ্ট্রের মিরাজ শহরের সেতার ও তানপুরা সম্প্রতি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেলো।

6.আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সিকিউরিটি বাড়াতে ইউএস এবং ব্রিটেন জোটবদ্ধ হলো।

7.15 তম CIDC বিশ্বকর্মা আওয়ার্ড এ GAIL কে 'Achievement Award for Best Construction Projects' ক্যাটাগরিতে সম্মানিত করা হলো।

8.রেড বুল চালক ম্যাক্স ভার্সটাপ্পন জাপানিজ গ্র্যান্ড প্রিক্স খেতাব 2024 জিতলেন।

9.সম্প্রতি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন Peter Pellegrini.

10.গত 7 ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হলো, এবছরের থিম - 'My Health, My Right'.


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th এপ্রিল 2024


1.বিশ্বের প্রবীণতম জীবন্ত ব্যক্তির তকমা পেলো ইংল্যান্ডের 111বছর বয়সী John Alfred Tinniswood.

2.বর্ষীয়ান সিনেমাটোগ্রাফার Gangu Ramsay সম্প্রতি 83 বছর বয়সে প্রয়াত হলেন।

3.টাটা এডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL) সম্প্রতি ভারতের প্রথম প্রাইভেট ভাবে নির্মিত সাব-মিটার রেজোলিউশন সার্ভেল্যান্স স্যাটেলাইট লঞ্চ করলো।

4.Aleksei Navalny এবং Yulia Navalnaya কে ফ্রিডম প্রাইজে সম্মানিত করা হলো।

5.মনোজ পান্ডা কে ফাইন্যান্স কমিশনের নতুন সদস্য হিসেবে নিযুক্ত করলো কেন্দ্রীয় সরকার।

6.ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (WADA) Doping Offenders লিস্ট 2022 এ ভারত শীর্ষস্থান অধিকার করলো।

7.প্রখ্যাত লেখক Sam Pitroda নতুন একটি বই লিখলেন যার শিরোনাম 'The Idea of Democracy'.

8.TCS World 10K ব্যাঙ্গালুরু 2024 এর ব্র্যান্ড আম্বাসাডর হলেন অলিম্পিক চ্যাম্পিয়ন Valerie Adams.

9.Srinivas Pallia কে নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এবং ম্যানেজিং ডিরেক্টর (MD) পদে নিযুক্ত করলো আইটি সংস্থা Wipro.

10.মিনিস্ট্রি অফ ডিফেন্স নতুন দিল্লিতে ট্রাই-সার্ভিস প্লানিং কনফারেন্স 'Parivartan Chintan' এর আয়োজন করলো।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 11th এপ্রিল 2024

1.Valero Texas ওপেন খেতাব জিতলেন ভারতীয়-আমেরিকান গল্ফার অক্ষয় ভাটিয়া।

2.গত 9 ই এপ্রিল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সাহসিকতা দিবস উদযাপন করলো।

3.স্টার্টআপ ফাইন্যান্সিং এর জন্য SINE, IIT বোম্বে এবং কানাড়া ব্যাঙ্ক জোটবদ্ধ হয়ে চুক্তি স্বাক্ষর করলো।

4. জিম্বাবুয়ে সম্প্রতি নতুন গোল্ড ভিত্তিক কারেন্সি 'ZIG' লঞ্চ করলো।

5.গ্লোবাল এয়ারপোর্ট অপারেশন্স এর প্রধান হিসেবে Jayaraj Shanmugam কে নিযুক্ত করলো এয়ার ইন্ডিয়া।

6.প্রতিবছর 10 ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Homeoparivar: One Health, One Family'.

7.ইসরোর START প্রোগ্রামের জন্য GUJCOST কে নোডাল সেন্টার হিসেবে নিযুক্ত করা হলো।

8.ICC প্লেয়ার অফ দি মান্থ ফর মার্চ 2024 হলেন Kamindu Mendis (পুরুষ দল) এবং Maia Bouchier (মহিলা দল)।

9.37 বছর বয়সে আয়ারল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হলেন Simon Harris.

10.মন্টে কারলো মাস্টার্সে প্রথম ভারতীয় হিসেবে ক্লে কোর্টে ATP Masters 1000 -এ ম্যাচ জিতে ইতিহাস গড়লেন সুমিত নাগাল।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12th এপ্রিল 2024

1.প্রথম প্রাইভেট ব্যাংক হিসেবে লাক্ষাদ্বীপে ব্রাঞ্চ খুললো HDFC ব্যাংক।

2.Dr. Agarwal এর চক্ষু হাসপাতাল 'Best Scientific Poster Award' 2024 জিতলো।

3.2028 অলিম্পিক পর্যন্ত ভারতীয় মহিলা হকি দলের কোচ হিসেবে হারেন্দ্র সিংকে নিযুক্ত করা হলো।

4.নোবেল পুরস্কার প্রাপ্ত ব্রিটিশ পদার্থবিদ Peter Higgs 94 বছর বয়সে প্রয়াত হলেন।

5.2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ বাড়িয়ে 7% নির্ধারণ করলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।

6.কন্যা শিশু এমপাওয়ারমেন্ট মিশনের দ্বিতীয় সংস্করণ লঞ্চ করতে চলেছে NTPC লিমিটেড।

7.Hurun Global ইউনিকর্ন ইনডেক্সে শীর্ষ স্থান ধরে রাখলো ইউএস, ভারতের স্থান তৃতীয়।

8.শক্তিপীঠে 'Shakti – A Festival of Music and Dance' এর আয়োজন করলো সঙ্গীত নাটক অ্যাকাডেমী।

9.ইন্সুরেন্স ডিস্ট্রিবিউশন বাড়াতে Policybazaar এর সাথে জোটবদ্ধ হলো ICICI Lombard.

10.সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ দ্বারা আয়োজিত দুদিন ব্যাপী হোমিওপ্যাথি সিম্পসিয়ামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th এপ্রিল 2024

1.ভারতে ইউকে -এর প্রথম মহিলা হাই কমিশনার হিসেবে Lindy Cameron কে নিযুক্ত করা হলো।

2.নিউজিল্যান্ডের প্রাক্তন লেগ স্পিনার Jack Alabaster 93 বছর বয়সে প্রয়াত হলেন।

3.QS World University Rankings by Subject 2024 এ জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি শীর্ষস্থান অধিকার করলো।

4.নেপালে UPI প্রমোট করতে eSewa এবং HAN Pokhara এর সাথে জোটবদ্ধ হলো PhonePe.

5.SJVN লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সুশীল শর্মাকে নিযুক্ত করা হলো।

6.রোগ নির্ণয়ের জন্য অভিনব পন্থা ন্যানো-সেন্সরের উন্মোচন করলো আইআইটি যোধপুর।

7.এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে উদিত সিলভার পদক এবং অভিমন্যু ও ভিকি এককভাবে ব্রোঞ্জ পদক জিতলো।

8.সিকিমে অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল ট্রেনিং (ATGM) অনুশীলন সম্পন্ন করলো ভারতীয় সেনাবাহিনী।

9.পাকিস্তানের সেনেট চেয়ারম্যান পদে প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে নির্বাচিত করা হলো।

10.গত 11 ই এপ্রিল World Parkinson's দিবস পালিত হলো।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th এপ্রিল 2024

1.সম্প্রতি রাশিয়া Angara-A5 নামক স্পেস রকেটের সফল পরীক্ষণ সম্পন্ন করলো।

2.Jain Acharya Lokesh Muni কে আমেরিকান প্রেসিডেন্টের ভলান্টিয়ার সার্ভিস আওয়ার্ড 2024 এ সম্মানিত করা হলো।

3.ইন্টারন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল বোর্ডে পুনরায় Jagjit Pavadia কে নির্বাচিত করা হলো।

4.ওয়ার্ল্ড সাইবারক্রাইম ইনডেক্সে রাশিয়া এবং ইউক্রেন শীর্ষ স্থান অধিকার করলো।

5.ভারত-উজবেকিস্তানের মধ্যে পঞ্চম যৌথ মিলিটারি অনুশীলন 'DUSTLIK 2024' উজবেকিস্তানে শুরু হতে চলেছে।

6.ভারতীয় গবেষক Dr. Gagandeep Kang কে 2024 John Dirks Canada Gairdner গ্লোবাল হেল্থ আওয়ার্ড -এ সম্মানিত করা হলো।

7.2024 এ ভারতের অর্থনৈতিক বৃদ্ধি 6.1% হতে চলেছে বলে নির্ধারণ করলো Moody's Analytics.

8.গুজরাটের খাবদা জেলায় বিশ্বের বৃহত্তম রিনিউইবেল এনার্জি পার্ক গড়ে তুলতে চলেছে আদানি গ্রীন এনার্জি।

9.ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের (UGC) সদস্য হিসেবে Sachidananda Mohanty কে নিযুক্ত করা হলো।

10.ইউএস-ইন্ডিয়া ট্যাক্স ফোরামের প্রধান হিসেবে প্রাক্তন রেভিনিউ সেক্রেটারি তরুণ বাজাজকে নিযুক্ত করা হলো।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 15th এপ্রিল 2024

1.ডিজিটাল সার্ভিস এক্সপোর্টে চীনকে সম্প্রতি অতিক্রম করলো ভারত।

2.RBI এর কাছ থেকে PPI লাইসেন্সের মান্যতা পেলো Neobank Revolut India.

3.Blue Origin's NS-25 মিশনের মাধ্যমে প্রথম ভারতীয় পাইলট হিসেবে মহাকাশ পর্যটক হয়ে ইতিহাস গড়তে চলেছেন Gopi Thotakura.

4.HDB ফিনান্সিয়াল সার্ভিসে 20% মালিকানার অধিকার পেতে চলেছে জাপানের MUFG.

5.BharatPe এর সহ-প্রতিষ্ঠাতা Ashneer Grover সম্প্রতি ZeroPe নামক মেডিক্যাল লোন অ্যাপ লঞ্চ করলেন।

6.প্রতিবছর 14 ই এপ্রিল World Chagas Disease দিবস পালন করা হয়।

7.প্রাক্তন NFL তারকা O.J. Simpson 76 বছর বয়সে প্রয়াত হলেন।

8.ক্রিটিক্যাল মিনারেল এডভান্সমেন্টের জন্য KABIL এবং CSIR-IMMT জোটবদ্ধ হলো।

9.ইসরোর চন্দ্রায়ন - 3 মিশন টিমকে 2024 John L. "Jack" Swigert, Jr. আওয়ার্ডে সম্মানিত করা হলো।

10.কানাড়া কবি Mamta G Sagar সম্প্রতি আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার 2024 জিতলেন।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th এপ্রিল 2024

1.রশ্মি কুমারী সম্প্রতি তার 12 তম ন্যাশনাল ওমেন'স ক্যারাম খেতাব জিতলেন।

2.হাভার্ড বিশ্ববিদ্যালয় ভারতীয়-আমেরিকান অভিনেত্রী Avantika Vandanapu কে সাউথ এশিয়ান পার্সন অফ দি ইয়ার সম্মানে সম্মানিত করলো।

3.ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রাক্তন সভাপতি Jack Clarke 70 বছর বয়সে প্রয়াত হলেন।

4.সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এর জয়েন্ট ডিরেক্টর পদে সিনিয়র আইপিএস অফিসার অনুরাগ কুমারকে নিযুক্ত করা হলো।

5.ওয়াশিংটন ডিসিতে ইউএস, জাপান এবং ফিলিপিন্স এর মধ্যে প্রথম ত্রিপাক্ষিক সামিট মিটিং সম্পন্ন হলো।

6.প্রখ্যাত লেখক সালমান রুশদী সম্প্রতি তার স্মৃতিকথা প্রকাশ করলেন যার শিরোনাম "Knife": A Harrowing Tale of Resilience and the Fight for Free Speech.

7.ন্যাশনাল জুডিশিয়াল একাডেমীর ডিরেক্টর পদে বিচারপতি অনিরুদ্ধ বোসকে নিযুক্ত করা হলো।

8.Double Taxation Avoidance এগ্রিমেন্টে ভারত এবং মরিশাস সম্প্রতি একটি সংশোধনী চুক্তি স্বাক্ষর করলো।

9.প্রতি বছর 15 ই এপ্রিল বিশ্ব কলা দিবস (World Art Day) পালন করা হয়।

10.ডিপার্টমেন্ট অফ পোস্ট এর সেক্রেটারি পদে Vandita Kaul কে নিযুক্ত করা হলো।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th এপ্রিল 2024

1.উত্তর প্রদেশের চিত্রকূটে ভারতের প্রথম কাঁচের তৈরি Skywalk Bridge তৈরি করা হলো।

2.অরুণাচল প্রদেশের Nyishi সম্প্রদায় সম্প্রতি Longte উৎসব উদযাপন করলো।

3.সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন Lee Hsien Loong.

4.আন্তর্জাতিক মনেটারি ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে Kristalina Georgieva কে পুনরায় নিযুক্ত করা হলো।

5.আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান 287 করে রেকর্ড গড়লো সানরাইজার্স হায়দ্রাবাদ।

6.Mortgage Guarantee-Backed হোম লোনের জন্য IMGC এবং ব্যাংক অফ ইন্ডিয়া জোটবদ্ধ হলো।

7.নেপালের বিভিন্ন সংস্থাকে 35 টি এম্বুলেন্স এবং 66 টি স্কুল বাস দান করলো ভারত।

8.রিনিউইবেল এনার্জি প্রজেক্টে 1200 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে Mahindra.

9.Zoho এর প্রতিষ্ঠাতা Sridhar Vembu কে UGC এর মেম্বার হিসেবে 3 বছরের জন্য নিযুক্ত করা হলো।

10.গণিতজ্ঞ Avi Wigderson সম্প্রতি 2023 ACM A.M.Turing আওয়ার্ড জিতলেন।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th এপ্রিল 2024

1.Sanjana Sanghi কে ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নিযুক্ত করলো SPACE India.

2.প্রখ্যাত কানাড়া সঙ্গীত শিল্পী K.G. Jayan 90 বছর বয়সে প্রয়াত হলেন।

3.Nykaa সংস্থার Adwaita Nayar কে 2024 ইয়ং গ্লোবাল লিডার ঘোষণা করলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।

4.প্রখ্যাত অভিনেতা রাম চরণকে সাহিত্যে ডক্টরেট সম্মানে সম্মানিত করলো Vels University.

5.শ্রেষ্ঠ দশটি ব্যস্ততম গ্লোবাল এয়ারপোর্ট তালিকায় দশম স্থান পেলো দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্ট।

6.কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে Sheikh Ahmad Abdullah Al-Ahmad Al-Sabah কে নিযুক্ত করা হলো।

7.প্রতি বছর 17 ই এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Equitable access for all: recognizing all bleeding disorders'.

8.Nalin Negi কে চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করলো BharatPe.

9.প্রফেসর রমন মিত্তল এবং প্রফেসর সীমা সিং নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম 'The Law and Spirituality: Reconnecting the Bond'.

10.ভারতের প্রথম হাইব্রিড পিচ ধর্মশালাতে তৈরি হতে চলেছে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19th এপ্রিল 2024

1.ভারতে এডভান্স রিনিউইবেল এনার্জি প্রজেক্টের জন্য Apple এবং CleanMax জোটবদ্ধ হলো।

2.মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন -এর সেক্রেটারি হিসেবে সৌরভ গর্গকে নিযুক্ত করা হলো।

3.কেরলে Submersible Platform for Acoustic Characterisation and Evaluation (SPACE) ফ্যাসিলিটির উদ্বোধন করলো ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO).

4.TIME প্রকাশিত 100 Most Influential People of 2024 তালিকায় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট স্থান পেলেন।

5.প্রতি বছর 18 ই এপ্রিল বিশ্ব হেরিটেজ দিবস পালন করা হয়, থিম - 'Disasters & Conflicts Through the Lens of the Venice Charter'.

6.প্রাক্তন RBI গভর্নর Duvvuri Subbarao তার স্মৃতিকথা প্রকাশ করলেন যার শিরোনাম  'Just a Mercenary?: Notes from My Life and Career'.

7.প্রথম ভারতীয় হিসেবে টি-20 ফরম্যাটে 500 টি ছয় মেরে নজির গড়লেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

8.ভারতীয় বায়ুসেনার বর্ষীয়ান Squadron লিডার Dalip Singh Majithia 103 বছর বয়সে প্রয়াত হলেন।

9.মেডিক্যাল ডিভাইস ক্যালিবারেশন এর জন্য ভারতের প্রথম মোবাইল ফ্যাসিলিটি লঞ্চ করলো আইআইটি মাদ্রাস।

10.2024-25 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 6.5% নির্ধারণ করলো UNCTAD.


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 20th এপ্রিল 2024

1.ওড়িশার চাঁদিপুর থেকে দেশীয় টেকনোলজি ক্রুজ মিসাইল এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো DRDO.

2.প্রতি বছর 19 শে এপ্রিল বিশ্ব যকৃৎ দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Keep your liver healthy and disease-free'.

3.নাভাল স্টাফের পরবর্তী প্রধান হিসেবে ভাইস-অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীকে নিযুক্ত করা হলো।

4.ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট ব্যাটসম্যান Raman Subba Row 92 বছর বয়সে প্রয়াত হলেন।

5.Lowest Limbo Skating Over 25 Metres এর জন্য Takshvi Vaghani নতুন বিশ্ব রেকর্ড গড়লো।

6.আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ইনফ্লুয়েন্সরদের জন্য বিশ্বের প্রথম সৌন্দর্য প্রতিযোগিতা 'Miss AI' চালু হতে চলেছে।

7.সম্প্রতি বারাণসীর Tiranga Barfi এবং Dhalua Murti Metal Casting ক্রাফট জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেলো।

8.উজবেকিস্তানে একাডেমি অফ আর্মড ফোর্সেস -এ হাই-টেক আইটি ল্যাবের উদ্বোধন করলেন জেনারেল মনোজ পান্ডে।

9.16 তম ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট আবুধাবিতে শুরু হলো।

10.2024 সালে ভারতের জিডিপি গ্রোথ 6.7% থেকে কমিয়ে 6.5% নির্ধারণ করলো UNCTAD.


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st এপ্রিল 2024

1.ভারতীয় মহিলা হকি দলের তারকা খেলোয়াড় Deepika Soreng কে Asunta Lakra আওয়ার্ড -এ সম্মানিত করা হলো।

2.UPI এর উপর ক্রেডিট কার্ড প্রমোট করতে RuPay 'Link it, Forget it' নামক ক্যাম্পেইন লঞ্চ করলো।

3.ধনলক্ষী ব্যাংকের MD এবং CEO পদে Ajith Kumar KK কে নিযুক্ত করার মান্যতা দিলো RBI.

4.বন্ধন লাইফ ইন্সুরেন্স সম্প্রতি নতুন Identity and Growth স্ট্র্যাটেজির উন্মোচন করলো।

5.ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর-জেনারেল পদে Nalin Prabhat কে নিযুক্ত করা হলো।

6.Llama 3 দ্বারা পরিচালিত আপগ্রেডেড AI Assistant -এর উন্মোচন করলো Meta সংস্থা।

7.আমাদের মিল্কি ওয়ে ছায়াপথে বৃহত্তম Stellar Black Hole -এর আবিষ্কার করলো ইউরোপিয়ান নক্ষত্রবিজ্ঞানীরা।

8.জাপানের ইঞ্জিনিয়ারিং একাডেমী দ্বারা কৌশিক রাজশেখরাকে আন্তর্জাতিক ফেলোশিপে সম্মানিত করা হলো।

9.ইন্টেল এর ভারতীয় শাখার প্রধান হিসেবে সন্তোষ বিশ্বনাথন কে নিযুক্ত করা হলো।

10.S&P Global রিপোর্ট অনুযায়ী এশিয়া-প্যাসিফিক রিজিয়নে শ্রেষ্ঠ 50 টি ব্যাংকের মধ্যে ভারতের SBI, HDFC ব্যাংক এবং ICICI ব্যাংক স্থান পেলো।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd এপ্রিল 2024

1.প্রতিবছর 21 শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয়।

2.প্রখ্যাত বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে লতা দীননাথ মঙ্গেশকর আওয়ার্ড -এ সম্মানিত করা হতে চলেছে।

3.SPACE India এর ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে Sanjana Sanghi কে নিযুক্ত করা হলো।

4.ইংল্যান্ডের স্পিন লেজেন্ড Derek Underwood 78 বছর বয়সে প্রয়াত হলেন।

5.ট্যাক্স চুক্তির সংশোধন করতে ভারত এবং মরিশাস চুক্তি স্বাক্ষর করলো।

6.CBI এর জয়েন্ট ডিরেক্টর পদে IPS অফিসার অনুরাগ কুমারকে নিযুক্ত করা হলো।

7.সম্প্রতি তেলেঙ্গানাতে তিনটি আর্কিওলজিক্যাল সাইটের সন্ধান পাওয়া গেলো।

8.নতুন দিল্লিতে বৃহৎ রিসার্চ ল্যাব অপারেট করতে রাশিয়া এবং ভারত চুক্তি স্বাক্ষর করলো।

9.Skytrax ওয়ার্ল্ড এয়ারপোর্ট আওয়ার্ড 2024 এ শ্রেষ্ঠ এয়ারপোর্ট -এর সম্মান পেলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অফ দোহা।

10.NPCI এর সাথে জোটবদ্ধ হয়ে এয়ারটেল পেমেন্টস ব্যাংক NCMC ডেবিট এবং প্রি-পেড কার্ড লঞ্চ করলো।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd এপ্রিল 2024

1.কনিষ্ঠতম চ্যালেঞ্জার হিসেবে মাত্র 17 বছর বয়সে FIDE Candidates ট্যুর্নামেন্ট জিতে ইতিহাস গড়লো Dommaraju Gukesh.

2.2550 তম ভগবান মহাবীর নির্বাণ মহোৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

3.নতুন অ্যান্টি-এয়ারক্রাফট  Pyoljji-1-2 মিসাইল এবং ক্রুজ মিসাইল Hwasal-1 Ra-3 এর সফল পরীক্ষণ করলো উত্তর কোরিয়া।

4.ভারতীয় নৌবাহিনী সম্প্রতি মেগা অনুশীলন 'Poorvi Leher' -এর আয়োজন করলো।

5.HDFC লাইফ ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান হিসেবে Keki Mistry কে নিযুক্ত করা হলো।

6.Ananth Technologies এর প্রতিষ্ঠাতা এবং সিইও Pavuluri Subba Rao কে আর্যভট্ট সম্মানে সম্মানিত করা হলো।

7.ক্রিকেটার এম এস ধোনী কে ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নিযুক্ত করলো Citroen India.

8.প্রতিবছরের মত এবারও 22 শে এপ্রিল International Mother Earth দিবস পালিত হলো।

9.ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড কে নবরত্ন স্ট্যাটাস প্রদান করলো ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজ (DPE).

10.অডিট এক্সপারটাইজ বাড়াতে বুলগেরিয়ান ন্যাশনাল অডিট অফিসের সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারতের CAG.


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 24th এপ্রিল 2024

1.মেঘালয়ে সম্প্রতি 34 তম Seng Khihlang উৎসব সম্পন্ন হলো।

2.Stefanos Tsitsipas কে হারিয়ে নরওয়ের Casper Ruud সম্প্রতি ATP Barcelona Open 500 সিঙ্গেলস খেতাব জিতলেন।

3.গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং 2023 এ ভারত চতুর্থ স্থান অধিকার করলো।

4.আন্দামান এবং নিকোবর লোকসভা নির্বাচনে প্রথমবার ভোট দিয়ে শিরোনামে উঠে এলো Shompen উপজাতি।

5.ট্রাইবাল স্কিল ডেভেলপমেন্ট -এর জন্য ISKCON এবং NSDC জোটবদ্ধ হলো।

6.গান্ধীনগরের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়, Starburst Aerospace এর সাথে চুক্তি স্বাক্ষর করলো।

7.দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করতে কুয়েতে প্রথমবার হিন্দি রেডিও ব্রডকাস্ট চালু হলো।

8.প্রতিবছর 23 শে এপ্রিল ওয়ার্ল্ড বুক এবং কপিরাইট দিবস পালন করা হয়।

9.বৃহত্তম মন্দির উৎসব Thrissur Pooram 2024 সম্প্রতি কেরলে উদযাপিত হলো।

10.প্রখ্যাত শিল্পপতি রতন টাটাকে KISS Humanitarian আওয়ার্ড 2021 -এ সম্মানিত করা হলো।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th এপ্রিল 2024

1.CSIR এর সদর দপ্তর নতুন দিল্লীতে ভারতের বৃহত্তম Climate Clock -এর উন্মোচন করা হলো।

2.গোয়ার রাজ্যপাল P.S. Sreedharan Pillai নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম 'Heavenly Islands of Goa'.

3.ইন্দোনেশিয়ায় UN রেসিডেন্ট কো-অর্ডিনেটর পদে ভারতের Gita Sabharwal কে নিযুক্ত করা হলো।

4.Tiger Landscapes Conference এর জন্য সাস্টেনেবল ফাইন্যান্স ইনিশিয়েটিভ নিলো ভুটান সরকার।

5.আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ভাইস-চ্যান্সেলর পদে Naima Khatoon কে নিযুক্ত করা হলো।

6.Laureus ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দি ইয়ার হলেন টেনিস লেজেন্ড নোভাক জোকোভিচ এবং ওয়ার্ল্ড স্পোর্টসওমেন অফ দি ইয়ার হলেন Aitana Bonmatí.

7.প্রতি বছর 24 শে এপ্রিল জাতীয় পঞ্চায়েতীরাজ দিবস পালন করা হয়।

8.Razorpay এবং এয়ারটেল পেমেন্টস ব্যাংক সম্মিলিতভাবে UPI Switch লঞ্চ করতে চলেছে।

9.পেমেন্ট এগ্রিগেটর হিসেবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের মান্যতা পেলো PayU.

10.ভারতে গ্রীন অ্যামোনিয়া প্রজেক্টের জন্য JERA এর সাথে ReNew Energy Global চুক্তি স্বাক্ষর করলো।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 26th এপ্রিল 2024

1.নাসার হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ -এ "Crash and Burn" আওয়ার্ড জিতলো ভারতের KIET Group of Institutions.

2.Passport Affordability সূচীতে ভারতের স্থান দ্বিতীয়, শীর্ষে রয়েছে UAE.

3.ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের উপর ডাইরেক্ট লিস্টিং এর জন্য FEMA রেগুলেশন চালু করলো RBI.

4.SBI এর ম্যানেজিং ডিরেক্টর হতে চলেছেন রানা আশুতোষ কুমার সিং।

5.প্রতি বছর 25 শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Accelerating the fight against malaria for a more equitable world'.

6.প্রফেশনাল স্কোয়াশ থেকে বিদায় জানালেন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল।

7.সোলার এনার্জি অ্যাডপশনকে বুস্ট করতে ইন্ডিয়ান ব্যাংক এবং টাটা পাওয়ার জোটবদ্ধ হলো।

8.COP28 প্রেসিডেন্ট Dr. Sultan Ahmed Al-Jaber গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইমপ্যাক্ট আওয়ার্ড জিতলেন।

9.ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হতে চলেছেন আশীষ পান্ডে।

10.প্রতি বছর 24 থেকে 30 শে এপ্রিল পর্যন্ত World Immunization সপ্তাহ পালন করা হয়, এবছরের থিম - 'Humanly Possible: Immunization for All'.


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 27th এপ্রিল 2024

1.এয়ার লঞ্চড-ব্যালিস্টিক মিসাইল কোড নাম Crystal Maze 2 -এর সফল পরীক্ষণ করলো ভারতীয় বায়ুসেনা।

2.রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI) এথলেটিস কমিশনের চেয়ারম্যান পদে নরসিংহ যাদবকে নির্বাচিত করা হলো।

3.ভারতীয় সাইকোলজির জনক Sudhir Kakar 85 বছর বয়সে প্রয়াত হলেন।

4.SBI কার্ড সম্প্রতি SBI Card MILES ELITE, SBI Card MILES PRIME এবং SBI Card MILES নামক তিন ধরনের ভ্যারিয়েন্ট ক্রেডিট কার্ড লঞ্চ করলো।

5.জাপানের All Nippon Airways এর সাথে পার্টনারশিপ করলো এয়ার ইন্ডিয়া।

6.হিমাচল প্রদেশে ভারতের প্রথম মাল্টি-পারপাস গ্রীন হাইড্রোজেন পাইলট প্রজেক্টের উদ্বোধন করা হলো।

7.CRISIL এর ESG রেটিংস এবং অ্যানালিটিক্স ইউনিটের মান্যতা দিলো SEBI.

8.ডিজিটাল এগ্রি লেন্ডিং কে গতি প্রদান করতে RBI ইনোভেশন হাবের সাথে জোটবদ্ধ হলো NABARD.

9.বলিউড অভিনেতা রণদ্বীপ হুডাকে লতা দীননাথ মুঙ্গেশকর আওয়ার্ড -এ সম্মানিত করা হলো।

10.ইন্ডিয়ান হিস্ট্রোরিকাল রেকর্ডস কমিশন সম্প্রতি নতুন লোগো এবং নতুন মোটো (Yatra Bhavishyatah Itihaas Rakshitah) -এর উন্মোচন করলো।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28th এপ্রিল 2024

1.ভারতের প্রথম ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে মান্যতা পেলো আদানির Vizhinjam পোর্ট।

2.ICC পুরুষ টি-20 বিশ্বকাপ 2024 এর আম্বাসাডর হলেন ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিং এবং দৌড়বিদ Usain Bolt.

3.এপ্রিলের শেষ শনিবার, এবছর 27 শে এপ্রিল World Veterinary দিবস পালিত হলো, এবছরের থিম - 'Veterinarians are Essential Health Workers'.

4.নেদারল্যান্ডের রটারডামে ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস 2024 এ মিনিস্টারিয়াল রাউন্ড টেবিল কনফারেন্স সম্পন্ন হলো।

5.স্টার্টআপ ইকোসিস্টেমকে গতিপ্রদান করতে IIT গুয়াহাটি TIC এবং অ্যালায়েন্স অফ ডিজিটাল ইন্ডিয়া ফাউন্ডেশন (ADIF) চুক্তি স্বাক্ষর করলো।

6.প্রাকৃতিক দুর্ঘটনার ফলে সৃষ্ট যাযাবর এবং রিফিউজি মানুষদের সাহায্যার্থে UNHCR সম্প্রতি Climate Resilience Fund লঞ্চ করলো।

7.ভারতের প্রথম Nifty Non-Cyclical কনজিউমার ইনডেক্স ফান্ড লঞ্চ করার জন্য SEBI -এর মান্যতা পেলো Grow Mutual Fund.

8.লাইমস্টোন সরবরাহের জন্য রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করলো NTPC.

9.ICC মহিলা টি-20 বিশ্বকাপ কোয়ালিফায়ারের আম্বাসাডর হলেন Sana Mir.

10.Axis ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং (MD) চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে আমিতাভ চৌধুরীকে পুনরায় নিযুক্ত করা হলো।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th এপ্রিল 2024

1.চীন সম্প্রতি Tiangong স্পেস স্টেশনে Shenzhou-18 Crew লঞ্চ করলো।

2.2025 অর্থবর্ষে ভারতের জিডিপি গ্রোথ 7.1% নির্ধারণ করলো NIPFP.

3.রত্ন এবং গয়না সেক্টরকে Authorized Economic Operator (AEO) স্ট্যাটাস প্রদান করলো ভারত সরকার।

4.Aramco এবং ফুটবল নিয়ন্ত্রক সংস্থা FIFA গ্লোবাল পার্টনারশিপে অংশগ্রহণ করলো।

5.করমন্ডল ইন্টারন্যাশনাল লিমিটেডের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে Arun Alagappan কে নিযুক্ত করা হলো।

6.এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর কে একটি বই উপহার দেওয়া হলো যার শিরোনাম 'India's Nuclear Titans'.

7.প্রতি বছর 28 শে এপ্রিল World Day for Safety and Health at Work পালিত হয়।

8.RBI -এর ডেপুটি গভর্নর পদে রবি শঙ্কর কে পুনরায় নিযুক্ত করা হলো।

9.অ্যাডভ্যান্সিং জিওফিজিক্যাল ইনভেস্টিগেশন এর জন্য KABIL এবং CSIR-NGRI চুক্তি স্বাক্ষর করলো।

10.Srei Infrastructure Finance লিমিটেডের MD এবং CEO পদে Hardayal Prasad কে নিযুক্ত করা হলো।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 30th এপ্রিল 2024

1.ভারতে আপগ্রেডেবল ATM এর সূচনা করলো Hitachi পেমেন্ট সার্ভিস।

2.স্মল ফাইন্যান্স ব্যাংক কে ইউনিভার্সাল ব্যাংকে রূপান্তর করতে গাইড লাইন প্রকাশ করলো RBI.

3.পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শারিফ দেশের ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে ঈশাক দার কে নিযুক্ত করা হলো।

4.শারজাহ এর শিক্ষক Gina Justus সম্প্রতি রিজিওনাল কেমব্রিজ ডেডিকেটেড টিচার আওয়ার্ড জিতলেন।

5.মিনিস্ট্রি অফ হাউসিং এন্ড আরবান আফফায়ার্স এর ডিরেক্টর হিসেবে সুনীল কুমার যাদবকে নিযুক্ত করা হলো।

6.21 তম U-20 এশিয়ান এথলেটিস চ্যাম্পিয়নশিপ 2024 এ Harshit Kumar  গোল্ড মেডেল জিতলেন।

7.প্রতিবছর 29 শে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস (International Dance Day) পালন করা হয়।

8.পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ IREDA কে সম্প্রতি নবরত্ন স্ট্যাটাস প্রদান করলো কেন্দ্রীয় সরকার।

9.অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন নতুন একটি বই লিখলেন যার শিরোনাম 'The Winner's Mindset'.

10.ইউকে এর Littoral Group এর সাথে মেরিটাইম পার্টনারশিপ অনুশীলনে অংশগ্রহণ করলো ভারতীয় নৌবাহিনী।

Also Read:



Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.