দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 29th ফেব্রুয়ারি 2024 | Today Current Affairs In Bengali 29th February 2024

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 29th ফেব্রুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Today Current Affairs In Bengali 29th February 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 29th ফেব্রুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 29th ফেব্রুয়ারি 2024 | Today Current Affairs In Bengali 29th February 2024

নিচে Today Current Affairs In Bengali 29th February 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 29th ফেব্রুয়ারি 2024 | Today Current Affairs In Bengali 29th February 2024


1.সচীন জেইনকে চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করলো ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল।

2.তামিলনাড়ুতে ইসরোর দ্বিতীয় স্পেসপোর্ট এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

3.ত্রিপুরার আগরতলাতে দ্বিতীয় রাজ্যস্তরীয় Shehri Samridhi Utsav এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।

4.নিউজিল্যান্ডের বিখ্যাত দ্রুত বোলার Neil Wagner আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন।

5.মধ্যপ্রদেশের উজজয়িনীতে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ির স্থাপনা করা হলো।

6.গ্লোবাল ইন্টালেকচুয়াল প্রপার্টি ইনডেক্স 2024 অনুযায়ী ভারত 42 তম স্থান অধিকার করলো।

7.পশু কল্যাণ স্বার্থে ন্যাশনাল ইনিশিয়েটিভ 'Vantara' লঞ্চ করলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এন্ড রিলায়েন্স ফাউন্ডেশন।

8.14তম Aegis Graham Bell এ টেলিকম ইনভেশনের জন্য C-DOT তিনটি আওয়ার্ড জিতলো।

9.নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) সম্প্রতি মিলিটারি অনুশীলন 'Steadfast Defender 2024' লঞ্চ করলো।

10.উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে 'Mera Pehla Vote Desh Ke Liye' নামক ক্যাম্পেইন লঞ্চ করলো কেন্দ্রীয় সরকার।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.