বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th মার্চ 2024 | Speedy Current Affairs 16th March 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th মার্চ 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Speedy Current Affairs 16th March 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th মার্চ 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th মার্চ 2024 | Speedy Current Affairs 16th March 2024

নিচে Speedy Current Affairs 16th March 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th মার্চ 2024 | Speedy Current Affairs 16th March 2024


1.রেড বুল চালক ম্যাক্স ভার্সটাপ্পন সৌদি আরাবিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতলেন।

2.বিদর্ভ কে ফাইনালে হারিয়ে রঞ্জি ট্রফি 2024 খেতাব জিতলো মুম্বাই, এটি তাদের 42 তম খেতাব জয়।

3.কেন্দ্রীয় মন্ত্রী পারষত্তম রূপালা একটি বই এবং ভিডিও প্রকাশ করলেন যার শিরোনাম 'Sagar Parikrama'.

4.নতুন প্যালেস্টাইন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ মুস্তাফাকে নিযুক্ত করা হলো।

5.ভারতীয় নৌসেনার প্রাক্তন প্রধান অ্যাডমিরাল Laxminarayan Ramdas 90 বছর বয়সে প্রয়াত হলেন।

6.কমোডিটি ফাইন্যান্সিং এর জন্য শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাংক এবং Arya.ag জোটবদ্ধ হলো।

7.জম্মু-কাশ্মীরে 2.5 একর জমির উপর ট্যুরিস্ট ফ্যাসিলিটি গড়ে তুলতে চলেছে মহারাষ্ট্র সরকার।

8.ফলিত গবেষণার (Applied Research) জন্য ইজরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং আইআইটি দিল্লী জোটবদ্ধ হলো।

9.2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ বাড়িয়ে 7% নির্ধারণ করলো Fitch Ratings.

10.Law and Dispute Resolution এর উপর ভারত এবং সিঙ্গাপুর চুক্তি স্বাক্ষর করলো।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.