বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12th মার্চ 2024 | Speedy Current Affairs 12th March 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12th মার্চ 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Speedy Current Affairs 12th March 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12th মার্চ 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12th মার্চ 2024 | Speedy Current Affairs 12th March 2024

নিচে Speedy Current Affairs 12th March 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 12th মার্চ 2024 | Speedy Current Affairs 12th March 2024


1.আসামের জোরহাটে Ahom General Lachit Borphukan এর ব্রোঞ্জ মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2.ঝাড়খণ্ডে National Dairy Mela এবং এগ্রিকালচারাল এক্সিহিবিশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা।

3.সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি BWF ফ্রেঞ্চ ওপেন মেন'স ডাবল খেতাব জিতলো।

4.অস্কার 2024 এ সেরা সিনেমা হল - Oppenheimer, সেরা অভিনেতা - Cillian Murphy, সেরা অভিনেত্রী - Emma Stone এবং সেরা ডিরেক্টর - Christopher Nolan.

5.গবাদি পশুর অবৈধ পাচার রুখতে জম্মু-কাশ্মীর পুলিশ 'Operation Kamdhenu' লঞ্চ করলো।

6.প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হলেন দেবেন্দ্র ঝাঝারিয়া।

7.মাজুলির মাস্ক মেকিং এবং ম্যানুষ্ক্রিপ্ট পেন্টিং সম্প্রতি GI ট্যাগ পেলো।

8.পাকিস্তানের প্রথম শিখমন্ত্রী হলেন পাঞ্জাব প্রভিন্সের সর্দার রমেশ সিং আরোরা।

9.ছত্তিশগড়ে Mahtari Vandan Yojana লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

10.13000 ফুট উচ্চতায় বর্ডার রোডস অর্গানাইজেশন দ্বারা নির্মিত Sela Tunnel এর ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.