অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 26th ফেব্রুয়ারি 2024 | One Liner Current Affairs 26th February 2024

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 26th ফেব্রুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় One Liner Current Affairs 26th February 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 26th ফেব্রুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 26th ফেব্রুয়ারি 2024 | One Liner Current Affairs 26th February 2024

নিচে One Liner Current Affairs 26th February 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 26th ফেব্রুয়ারি 2024 | One Liner Current Affairs 26th February 2024


1.কর্ণাটকের ক্রিকেটার Hoysala K সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে 34 বছর বয়সে প্রয়াত হলেন।

2.মিডিয়া আধুনিকরণের জন্য 4 টি ট্রান্সফর্মেটিভ পোর্টালের সূচনা করলো ভারত সরকার।

3.রাজস্থানে প্রথম সৌর প্রজেক্টের উদ্বোধন করলো NTPC রিনিউইবেল এনার্জি লিমিটেড।

4.AYUSH এবং ট্রাইবাল আফফায়ার্স মন্ত্রক যৌথভাবে ট্রাইবাল স্টুডেন্টদের স্বাস্থ্যের জন্য ইনিশিয়েটিভ লঞ্চ করলো।

5.আগে থেকে অর্ডার করা মিল ডেলিভারির জন্য IRCTC, Swiggy এর সাথে জোটবদ্ধ হলো।

6.গুজরাটে ফিনটেক অ্যাডভান্সমেন্ট এর জন্য $23 মিলিয়ন ফান্ড প্রদান করলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।

7.2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 6.5% নির্ধারণ করলো India Ratings.

8.রাজ্যের প্রথম স্পেশ্যাল টাইগার প্রটেকশন ফোর্সেস গঠনের জন্য অরুণাচল প্রদেশ এবং ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটি (NTCA) চুক্তি স্বাক্ষর করলো।

9.উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় রাজ্যের প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠতে চলেছে।

10.মধ্যপ্রদেশ সরকার সম্প্রতি 'Bag-less School' ইনিশিয়েটিভ লঞ্চ করলো।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.