বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th মার্চ 2024 | Latest Current Affairs 18th March 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th মার্চ 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Latest Current Affairs 18th March 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th মার্চ 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th মার্চ 2024 | Latest Current Affairs 18th March 2024

নিচে Latest Current Affairs 18th March 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th মার্চ 2024 | Latest Current Affairs 18th March 2024


1.মহারাষ্ট্র সরকার সম্প্রতি আহমেদনগরের নাম পরিবর্তন করে আহিল্য নগর রাখলো।

2.অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটসম্যান Mathew Wade প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেন।

3.প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী Sadi Mohammad 70 বছর বয়সে প্রয়াত হলেন।

4.জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুকে নির্বাচন কমিশনার পদে নিযুক্ত করা হলো।

5.সিনিয়র আইএএস অফিসার রাহুল সিংকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE) চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো।

6.$ 125 মিলিয়ন ফান্ডিং এর জন্য L&T Finance এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি চুক্তি স্বাক্ষর করলো।

7.প্রখ্যাত লেখক অমিতাভ ঘোষকে Erasmus Prize 2024 সম্মানে সম্মানিত করা হলো।

8.গুজরাটের সবরমতীতে পুনঃনির্মিত Kochrab Ashram -এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

9.হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন Nayab Singh Saini.

10.নতুন দিল্লীর ন্যাশনাল কমিশন ফর সিডিউল্ড কাস্ট (NCSC) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন Shri Kishore Makwana.


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.