অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 20th মার্চ 2024 | Important Current Affairs 20th March 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 20th মার্চ 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Important Current Affairs 20th March 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 20th মার্চ 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 20th মার্চ 2024 | Important Current Affairs 20th March 2024

নিচে Important Current Affairs 20th March 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 20th মার্চ 2024 | Important Current Affairs 20th March 2024


1.হিমাচল প্রদেশে 'Mission 414’ নামক ক্যাম্পেইন লঞ্চ করলো নির্বাচন কমিশন।

2.ভারতের তৈরি Dornier এয়ারক্রাফট কেনার জন্য ভারতের সাথে চুক্তি করলো Guyana.

3.ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি নতুন একটি টেকনোলজি ইউনিট Signals Technology Evaluation and Adaptation Group (STEAG) স্থাপন করলো।

4.ব্যবসায়িক স্বার্থে ভারতের রিলায়েন্স কনজিউমার প্রোডাক্ট এবং শ্রীলঙ্কার Elephant House জোটবদ্ধ হলো।

5.প্রখ্যাত কার্নাটিক মিউজিশিয়ান T M Krishna কে সম্মানীয় Sangita Kalanidhi সম্মানে সম্মানিত করা হলো।

6.সম্প্রতি ভারত এবং ইউএস এর মধ্যে যৌথ মিলিটারি অনুশীলন 'EX TIGER TRIUMPH – 24' শুরু হলো।

7.Poonawalla Fincorp সম্প্রতি অরবিন্দ কপিলকে এটির ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করলো।

8.ভারতের প্রথম আয়ুর্বেদিক ক্যাফে দিল্লীতে খোলা হলো।

9.Daniil Medvedev কে হারিয়ে স্পেনের Carlos Alcaraz Indian Wells ATP ট্যুরনামেন্ট জিতলেন।

10.হায়দ্রাবাদে অনুষ্ঠিত Global Spirituality Mahotsav এর সম্ভাষণ করতে চলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.