অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th মার্চ 2024 | Gksolves Daily Current Affairs 7th March 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th মার্চ 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Daily Current Affairs 7th March 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th মার্চ 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th মার্চ 2024 | Gksolves Daily Current Affairs 7th March 2024

নিচে Gksolves Daily Current Affairs 7th March 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th মার্চ 2024 | Gksolves Daily Current Affairs 7th March 2024


1.Future Generali India Life Insurance এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে আলোক রাংটা কে নিযুক্ত করা হলো।

2.আহমেদাবাদে স্যাটেলাইট এন্ড পেলোড টেকনিক্যাল সেন্টারের উদ্বোধন করলো Indian National Space Promotion and Authorisation Centre (IN-SPACe).

3.রাজ্যের প্রথম জেনারেটিভ AI টিচার 'Iris' কে স্বাগত জানালো কেরল।

4.এশিয়ার বৃহত্তম কয়লা খনি হতে চলেছে ছত্তিশগড়ে অবস্থিত সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের Gevra Mine.

5.বেঙ্গালুরুর Hessarghatta তে 3 দিন ব্যাপী জাতীয় Horticulture মেলা শুরু হলো।

6.ফ্রান্সকে হারিয়ে UEFA ওমেন'স নেশন্স লীগ প্রথমবার জিতলো স্পেন।

6.ভারতের স্টার ব্যাটমিন্টন খেলোয়াড় B. Sai Praneeth সম্প্রতি অবসর ঘোষণা করলেন।

7.হিমাচল প্রদেশ সরকার "Indira Gandhi Pyari Behna Sukh Samman Nidhi Yojna” -এর ঘোষণা করলো।

8.201 টি CNG স্টেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী হারদ্বীপ সিং পুরী।

9.দেশের প্রথম Underwater মেট্রো ট্রেন পরিষেবা কলকাতায় চালু হলো।

10.হাঙ্গেরি পার্লামেন্ট Tamas Sulyok কে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বেছে নিলো।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.