বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th মার্চ 2024 | Gksolves Daily Current Affairs 14th March 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th মার্চ 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Daily Current Affairs 14th March 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th মার্চ 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th মার্চ 2024 | Gksolves Daily Current Affairs 14th March 2024

নিচে Gksolves Daily Current Affairs 14th March 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th মার্চ 2024 | Gksolves Daily Current Affairs 14th March 2024


1.ভারতীয় নৌবাহিনী সম্প্রতি Cutlass Express - 24 (CE-24) অনুশীলনে অংশগ্রহণ করলো।

2.ইউনিভার্সিটি অফ মরিশাস দ্বারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কে ডক্টরেট সম্মানে সম্মানিত করা হলো।

3.জন ঔষধি কেন্দ্রের জন্য ক্রেডিট অ্যাসিট্যান্স প্রোগ্রাম লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া।

4.ট্রানজাকশন ব্যাংকিং প্লাটফর্মের জন্য SBI এবং Aurionpro জোটবদ্ধ হলো।

5.আগামী নির্বাচনে ভোট প্রক্রিয়ার সুবিধার্থে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে গুগল জোটবদ্ধ হলো।

6.Geospatial Tech & AI অ্যাপ্লিকেশনের জন্য মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট এবং আইআইটি দিল্লী চুক্তি স্বাক্ষর করলো।

7.মোহালির NABI তে 'National Speed Breeding Crop Facility' এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

8.ইন্ডিয়ান সুগার এন্ড বায়ো-এনার্জি ম্যানুফ্যাকচার্স এসোসিয়েশন (ISMA) Deepak Ballani কে নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত করলো।

9.স্কিল, জব এবং গ্লোবাল কোলাবরেশন উন্নীত করতে  NIELIT এবং ITI ইজিপ্ট চুক্তি স্বাক্ষর করলো।

10.2024 IAA Golden Compass আওয়ার্ড পেলেন Srinivasan Swamy.


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.