অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 9th মার্চ 2024 | Gksolves Current Affairs In Bengali 9th March 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 9th মার্চ 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Current Affairs In Bengali 9th March 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 9th মার্চ 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 9th মার্চ 2024 | Gksolves Current Affairs In Bengali 9th March 2024

নিচে Gksolves Current Affairs In Bengali 9th March 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 9th মার্চ 2024 | Gksolves Current Affairs In Bengali 9th March 2024


1.প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জোয়া আখতার কে লন্ডনে 'India-UK Achievers' সম্মানে সম্মানিত করা হলো।

2.হিমাচল প্রদেশের বিলাসপুরে Sansad Khel Mahakumbh 3.0 এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

3.রাজস্থানের জয়সলমীরে মেগা 'Bharat-Shakti' অনুশীলনের আয়োজন করতে চলেছে ভারতের আর্মড ফোর্সেস।

4.ভারতের সেমিকন্ডাক্টর ট্রান্সফর্মেশনের জন্য ChipIN এর সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।

5.আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সে 97 তম সদস্য হিসেবে অফিসিয়ালি যোগদান করলো পানামা।

6.600 MW সোলার প্রজেক্টের জন্য NIGEL, গুজরাট উর্যা বিকাশ নিগম লিমিটেডের সাথে পাওয়ার পারচেস এগ্রিমেন্ট স্বাক্ষর করলো।

7.ভারতীয় উপমহাদেশের নতুন প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর পদে মনীশ প্রসাদকে নিযুক্ত করলো SAP.

8.কেন্দ্রীয় মন্ত্রীসভা সম্প্রতি উত্তর পূর্ব ট্রান্সফর্মেটিভ ইন্ডাস্ট্রিলাইজেশন স্কীম 2024 এর মান্যতা দিলো।

9.স্থানীয় মুদ্রার ব্যবহার প্রমোট করতে RBI এবং ব্যাংক ইন্দোনেশিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো।

10.প্রতি বছর 8 ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Invest in Women: Accelerate Progress'.


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.