বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th মার্চ 2024 | Gksolves Current Affairs 4th March 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th মার্চ 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Current Affairs 4th March 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th মার্চ 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th মার্চ 2024 | Gksolves Current Affairs 4th March 2024

নিচে Gksolves Current Affairs 4th March 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th মার্চ 2024 | Gksolves Current Affairs 4th March 2024


1.মেক ইন ইন্ডিয়া ভিশনকে গতি প্রদান করতে C-DOT এবং Qualcomm চুক্তি স্বাক্ষর করলো।

2.ঝাড়খণ্ডের ধানবাদে গড়ে ওঠা HURL Sindri Fertiliser প্লান্টকে দেশের জন্য উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

3.প্রতি বছর 3 রা মার্চ World Wildlife Day পালন করা হয়, এবছরের থিম - 'Connecting People and Planet: Exploring Digital Innovation in Wildlife Conservation'.

4.Juventus মিডফিল্ডার Paul Pogba কে ডোপিং এর কারণে 4 বছরের জন্য ব্যান করা হলো।

5.কোচিন শিপইয়ার্ড দ্বারা নির্মিত ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল ফেরি লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

6.দলজিত সিং চৌধুরীকে ডিরেক্টর জেনারেল অফ ন্যাশনাল সিকিউরিটি গার্ড পদে নিযুক্ত করা হলো।

7.গুজরাটে স্বামীনারায়ন ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এন্ড রিসার্চ এর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

8.1000 কোটি টাকার অধিক অর্থের সাতটি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট লঞ্চ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

9.উত্তরপ্রদেশের জৌনপুরে Dharma Path এর শিলান্যাস করলেন কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গাদকারী।

10.রাশিয়া সম্প্রতি ইরানের ইমেজিং স্যাটেলাইট 'Pars 1' কে মহাকাশে লঞ্চ করলো।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.