বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th মার্চ 2024 | Gk Current Affairs 10th March 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th মার্চ 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gk Current Affairs 10th March 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th মার্চ 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th মার্চ 2024 | Gk Current Affairs 10th March 2024

নিচে Gk Current Affairs 10th March 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th মার্চ 2024 | Gk Current Affairs 10th March 2024


1.কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর তিরুবনন্তপুরমে এবং কোচিতে দুটি নতুন সফ্টওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়ার (STPI) এর উদ্বোধন করলেন।

2.নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) এর 32 তম সদস্য হলো সুইডেন।

3.AI অ্যাডভান্সমেন্টের জন্য ভারত 10,000-GPU সুপার কম্পিউটার গড়ে তুলতে চলেছে।

4.শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি Gotabaya Rajapaksa নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম 'The Conspiracy'.

5.NHPC লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন রাজেন্দ্র প্রসাদ গোয়েল।

6.বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে 700 টি উইকেট সংগ্রহ করলেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।

7.চিত্রকূটে স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স প্রজেক্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

8.ভারত সম্প্রতি 'Measles and Rubella Champion' আওয়ার্ড পেলো।

9.নতুন দিল্লীতে পঞ্চম ONGC প্যারা গেমসের উদ্বোধন করলেন পেট্রোলিয়াম মন্ত্রী হারদ্বীপ সিং পুরী।

10.DST এবং T-Hub হায়দ্রাবাদে AI-ML হাব লঞ্চ করলো।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.