দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 28th ফেব্রুয়ারি 2024 | Daily Current Affairs in Bengali 28th February 2024

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 28th ফেব্রুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 28th February 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 28th ফেব্রুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 28th ফেব্রুয়ারি 2024 | Daily Current Affairs in Bengali 28th February 2024

নিচে Daily Current Affairs in Bengali 28th February 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 28th ফেব্রুয়ারি 2024 | Daily Current Affairs in Bengali 28th February 2024


1.প্রতি বছর 27 শে ফেব্রুয়ারি বিশ্ব NGO দিবস পালন করা হয়, এবছরের থিম - Building a Sustainable Future: The Role of NGOs in Achieving the Sustainable Development Goals (SDGs).

2.সম্প্রতি ইউএস-ইন্ডিয়া সাইবার সিকিউরিটি ইনিশিয়েটিভ লঞ্চ করা হলো।

3.রাংপো তে সিকিমের প্রথম রেলওয়ে স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4.আলজেরিয়াতে বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং আফ্রিকার বৃহত্তম মসজিদ স্থাপন করা হলো।

5.উত্তর প্রদেশের কানপুরে এশিয়ার বৃহত্তম অ্যামুনিশন এন্ড মিসাইল কমপ্লেক্স লঞ্চ করলো আদানি গ্রুপ।

6.পেটিএম পেমেন্টস ব্যাংক বোর্ড থেকে সরে দাঁড়ালেন পেটিএম এর CEO বিজয় শেখর শর্মা।

7.ড: অদিতি সেন দে কে 2023 জিডি বিড়লা আওয়ার্ড এ সম্মানিত করা হলো।

8.পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন Maryam Nawaz.

9.ছত্তিশগড়ের রাজনন্দগাঁও তে ভারতের বৃহত্তম সোলার-ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম স্থাপন করলো সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া (SECI).

10.প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা Kumar Shahani 83 বছর বয়সে প্রয়াত হলেন।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.