বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd মার্চ 2024 | Daily Current Affairs in Bengali 23rd March 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd মার্চ 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 23rd March 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd মার্চ 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd মার্চ 2024 | Daily Current Affairs in Bengali 23rd March 2024

নিচে Daily Current Affairs in Bengali 23rd March 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 23rd মার্চ 2024 | Daily Current Affairs in Bengali 23rd March 2024


1.ইন্ডিয়ান ওপেন জাম্পস কম্পিটিশনে মহিলাদের দীর্ঘ লম্ফনে Nayana James সোনা নিশ্চিত করলেন।

2.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান 'Order of the Druk Gyalpo' -এ সম্মানিত করা হলো।

3.হাইতি থেকে ভারতীয়দের উদ্ধার করতে ভারত সরকার 'Operation Indravati' লঞ্চ করতে চলেছে।

4.SBI কার্ডস, পেমেন্ট সার্ভিস লিমিটেড এবং Titan কোম্পানি জোটবদ্ধ হয়ে Titan SBI কার্ড লঞ্চ করলো।

5.Disposable E-Cigarettes এবং Vapes নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড সরকার।

6.ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন (FIEO) এর প্রেসিডেন্ট হিসেবে অশ্বিনী কুমারকে নিযুক্ত করা হলো।

7.ভারত এবং ব্রাজিলের মধ্যে সম্প্রতি 2+2 ডিফেন্স এন্ড ফরেন মিনিস্টারিয়াল ডায়ালগ সম্পন্ন হলো।

8.ভারতের প্রথম ব্যাটারি এনার্জি স্টোরেজ গিগাফ্যাক্টরি জম্মু-কাশ্মীরে চালু হতে চলেছে।

9.ইন্ডিয়ান ব্যাংকস' এসোসিয়েশনের (IBA) নতুন চেয়ারম্যান হিসেবে M V Rao কে নিযুক্ত করা হলো।

10.সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) স্টার্টআপ ফোরাম এর চতুর্থ সংস্করণ সম্প্রতি নতুন দিল্লিতে সম্পন্ন হলো।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.