বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19th মার্চ 2024 | Current Affairs News 19th March 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19th মার্চ 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs News 19th March 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19th মার্চ 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19th মার্চ 2024 | Current Affairs News 19th March 2024

নিচে Current Affairs News 19th March 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 19th মার্চ 2024 | Current Affairs News 19th March 2024


1.ভারতের প্রথম ইনডোর এথলেটিক্স এবং অ্যাকোয়াটিক সেন্টারের উদ্বোধন করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

2.'One Kotak' এর প্রেসিডেন্ট হিসেবে জয়দ্বীপ হাঁসরাজ কে নিযুক্ত করলো Kotak ব্যাংক।

3.গ্রাহকদের ফাইন্যান্স সলিউশন প্রদান করতে SANY India এবং J&K Bank চুক্তি স্বাক্ষর করলো।

4.বিখ্যাত ট্রাইবাল নেতা Lama Lobzang 94 বছর বয়সে প্রয়াত হলেন।

5.প্রসার ভারতী বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে Navneet Sehgal কে নিযুক্ত করা হলো।

6.তেলেঙ্গানার রাজ্যপাল Tamilisai Soundararajan সম্প্রতি পদত্যাগ করলেন।

7.PM SHRI স্কুল স্কিম (PM Schools for Rising India) বাস্তবায়িত করতে তামিলনাড়ু সরকার এবং শিক্ষামন্ত্রক চুক্তি স্বাক্ষর করলো।

8.দিল্লী ক্যাপিটালস কে ফাইনালে হারিয়ে ওমেন প্রিমিয়ার লীগ 2024 জিতলো রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

9.DHL Global Connectedness ইনডেক্সে ভারত 62 তম স্থান অধিকার করলো।

10.3F Oil Palm দ্বারা পরিচালিত ভারতের প্রথম ইন্টিগ্রেটেটেড Oil Palm প্রসেসিং ইউনিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.