বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd মার্চ 2024 | Current Affairs In Bengali 2nd March 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd মার্চ 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs In Bengali 2nd March 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd মার্চ 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd মার্চ 2024 | Current Affairs In Bengali 2nd March 2024

নিচে Current Affairs In Bengali 2nd March 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2nd মার্চ 2024 | Current Affairs In Bengali 2nd March 2024


1.প্রাক্তন ইউএন অ্যাসিট্যান্ট সেক্রেটারি জেনারেল Lakshmi Murdeshwar Puri তার প্রথম বই প্রকাশ করলেন যার শিরোনাম 'Swallowing the Sun'.

2.Pharmacopoeia রিকগনিশনের জন্য ভারত এবং Nicaragua ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করলো।

3.রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নামে নতুন মেরিন প্রজাতির নাম রাখলো জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ZSI).

4.আরবান ফ্রেম সার্ভে কে ডিজিটাইজ করতে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এবং ইসরোর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো।

5.জম্মুতে চারদিন ব্যাপী 'Tawi Festival' অনুষ্ঠিত হতে চলেছে।

6.কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী Brian Mulroney 84 বছর বয়সে প্রয়াত হলেন।

7.সম্প্রতি মিনিস্ট্রি অফ ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট 'Poshan Utsav: Celebrating Nutrition’ এর আয়োজন করলো।

8.কোল লজিস্টিক্স প্লান এবং পলিসির উন্মোচন করলেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রল্লাদ যোশী।

9.Agalega দ্বীপে এয়ারস্ট্রিপ, জেটি প্রভৃতির যৌথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মরিশাস প্রধানমন্ত্রী Pravind Jugnauth.

10.ভারতী এন্টারপ্রাইজের কর্ণধার সুনীল ভারতী মিত্তলকে ব্রিটেনের নাইটহুড সম্মানে সম্মানিত করা হলো।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.