বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 30th মার্চ 2024 | Current Affairs Bengali 30th March 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 30th মার্চ 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs Bengali 30th March 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 30th মার্চ 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 30th মার্চ 2024 | Current Affairs Bengali 30th March 2024

নিচে Current Affairs Bengali 30th March 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 30th মার্চ 2024 | Current Affairs Bengali 30th March 2024


1.FIH এথলেটিস কমিটির সহ-সভাপতি পদে PR Sreejesh এবং Camila Caram কে নিযুক্ত করা হলো।

2.রাজস্থানে বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দিরের উদ্বোধন করা হলো।

3.GIFT সিটিতে NRI দের জন্য Digital US Dollar ফিক্সড ডিপোজিট লঞ্চ করলো Axis ব্যাংক।

4.জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন বিচারপতি Mohammad Yousuf Wani.

5.সম্প্রতি গুজরাটে আদানির মেগা কপার প্লান্ট চালু হলো।

6.ভারতীয়-ব্রিটিশ লেখক Madhumita Murgia এর লেখা বই 'Code Dependent: Living in the Shadow of AI' সম্প্রতি Women's Prize জিতলো।

7.দেশ জুড়ে EV চার্জিং নেটওয়ার্ক গড়ে তুলতে HPCL এবং Tata জোটবদ্ধ হলো।

8.হাইব্রিড মোডে প্রথমবার 'Army Commanders' কনফারেন্স এর আয়োজন করলো ভারতীয় সেনাবাহিনী।

9.537 কোটি টাকার বিনিময়ে Sonata Finance এর মালিকানার অধিকার পেলো Kotak Mahindra Bank.

10.ব্যাংক অফ মহারাষ্ট্রের ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিধু সাক্সেনা কে নিযুক্ত করা হলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.