বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st মার্চ 2024 | Current Affairs 1st March 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st মার্চ 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs 1st March 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st মার্চ 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st মার্চ 2024 | Current Affairs 1st March 2024

নিচে Current Affairs 1st March 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 1st মার্চ 2024 | Current Affairs 1st March 2024


1.Viacom18 এবং Star India মার্জ করার জন্য Disney এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলো।

2.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি World’s Largest Grain Storage Plan in Cooperative Sector' নামক পাইলট প্রজেক্টের উদ্বোধন করলেন।

3.বাংলা অনুবাদের জন্য পঙ্কজ কুমার চ্যাটার্জী সম্মানীয় Romain Rolland Book Prize 2024 জিতলেন।

4.পেমেন্ট এগ্রিগেটর হিসেবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের মান্যতা পেলো আমাজন পে।

5.কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি SWAYAM Plus প্লাটফর্ম লঞ্চ করলেন।

6.রাজ্যপাল পি এস শ্রীধরণ পিল্লাই নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম 'Basic Structure and Republic'.

7.Renu Sud Karnad কে চেয়ারপার্সন এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত করলো PayU.

8.NTPC Ltd এর ডিরেক্টর-অপারেশন্স পদে রবীন্দ্র কুমারকে নিযুক্ত করা হলো।

9.উদয়পুরে জগন্নাথ দীঘি ওয়াটারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা।

10.মহারাষ্ট্রের রিনিউইবেল এনার্জি পার্কের জন্য MAHAGENCO এর সাথে জোটবদ্ধ হলো NTPC গ্রীন এনার্জি লিমিটেড।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.