অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th মার্চ 2024 | Career Power Current Affairs 25th March 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th মার্চ 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Career Power Current Affairs 25th March 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th মার্চ 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th মার্চ 2024 | Career Power Current Affairs 25th March 2024

নিচে Career Power Current Affairs 25th March 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th মার্চ 2024 | Career Power Current Affairs 25th March 2024


1.প্রতি বছর 24 শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Yes! We can end TB'.

2.Bina Agarwal এবং James Boyce কে Global Inequality রিসার্চ আওয়ার্ড -এ সম্মানিত করা হলো।

3.ডিজিটাল অ্যাডপশন আনতে টেক মাহিন্দ্রা এবং IBM জোটবদ্ধ হলো।

4.মাইক্রোসফটের AI ডিভিশনের প্রধান হতে চলেছেন Mustafa Suleyman.

5.ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের ডিজিটাল ইনোভেশন বোর্ডের সহ-সভাপতি হিসেবে ভারতকে নির্বাচিত করা হলো।

6.COP28 প্রেসিডেন্ট Dr. Sultan Al Jaber 'CERAWeek Leadership Award for Building Global Consensus towards a Sustainable Energy Future' সম্মান পেলেন।

7.প্রথম গ্লোবাল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স রেজুলেশন গ্রহণ করলে সম্মিলিত জাতীপুঞ্জ (UN).

8.আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী Leo Varadkar সম্প্রতি নিজের পদ থেকে পদত্যাগ করলেন।

9.পাকিস্তানের প্রাক্তন টেস্ট অধিনায়ক Saeed Ahmed সম্প্রতি প্রয়াত হলেন।

10.Flora Expo 2024 এর 25 তম সংস্করণ সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে সম্পন্ন হলো।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.