দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 25th ফেব্রুয়ারি 2024 | Career Power Current Affairs 25th February 2024

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 25th ফেব্রুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Career Power Current Affairs 25th February 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 25th ফেব্রুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 25th ফেব্রুয়ারি 2024 | Career Power Current Affairs 25th February 2024

নিচে Career Power Current Affairs 25th February 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 25th ফেব্রুয়ারি 2024 | Career Power Current Affairs 25th February 2024


1.আমাজনের বৃষ্টি অরণ্যে 26 ফুট দীর্ঘ এবং 200 কেজি ওজনের সর্বকালের সর্ববৃহৎ অ্যানাকোন্ডার সন্ধান পাওয়া গেলো।

2.ভারতের প্রথম মহিলা পিচ কিউরেটর হিসেবে ইতিহাস গড়লেন Jacintha Kalyan.

3.ব্যাঙ্গালুরুতে 6G রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য Nokia এবং IISC জোটবদ্ধ হলো।

4.উত্তরপ্রদেশে 50 মেগা ওয়াটের গুজরাই সোলার পাওয়ার প্লান্টের উদ্বোধন করলেন SJVN লিমিটেড।

5.IIM শিলং এ ভারতের প্রথম 'Gati Shakti Research Chair' স্থাপন করা হলো।

6.স্পেনের বার্সেলোনাতে আগামী 26 শে ফেব্রুয়ারি থেকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠিত হতে চলেছে।

7.ব্যাংক অফ মহারাষ্ট্র এর প্রাক্তন MD এবং CEO A S Rajeev কে ভিজিল্যান্স কমিশনার পদে নিযুক্ত করা হলো।

8.প্রতিবছর 24 শে ফেব্রুয়ারি Central Excise Day পালিত হয়, এছাড়া গত 23 শে ফেব্রুয়ারি World Peace and Understanding Day পালিত হলো।

9.2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 6.75-6.8% নির্ধারণ করলো ব্যাংক অফ বরোদা।

10.প্রাক্তন লোকসভা স্পিকার মনোহর যোশী 86 বছর বয়সে প্রয়াত হলেন।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.