অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 16th ফেব্রুয়ারি 2024 | Speedy Current Affairs 16th February 2024

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 16th ফেব্রুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Speedy Current Affairs 16th February 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 16th ফেব্রুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 16th ফেব্রুয়ারি 2024 | Speedy Current Affairs 16th February 2024

নিচে Speedy Current Affairs 16th February 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 16th ফেব্রুয়ারি 2024 | Speedy Current Affairs 16th February 2024


1.ইলেকট্রনিক্স এন্ড আইটি মিনিস্ট্রি গুয়াহাটিতে প্রথম ডিজিটাল ইন্ডিয়া ফিউচার স্কিলস সামিট হোস্ট করলো।

2.রাজস্থান সম্প্রতি তাদের রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা 2024 লঞ্চ করলো।

3.ভারতীয় খেলোয়াড় (হ্যামার নিক্ষেপকারী) রচনা কুমারিকে ডোপিং এর কারণে 12 বছরের জন্য ব্যান করা হলো।

4.চেস অলিম্পিয়াড টর্চকে হাঙ্গেরির বুদাপেস্টের হাতে তুলে দিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

5.প্রতিবছর 15 ই ফেব্রুয়ারি World Hippo Day পালন করা হয়।

6.SBI ক্যাপিটাল মার্কেট বীরেন্দ্র বানসাল কে নতুন ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করলো।

7.দ্রুত পেমেন্টের জন্য UAE এর AANI এর সাথে ভারতের UPI লিঙ্ক করানোর জন্য চুক্তি স্বাক্ষরিত হলো।

8.IRCTC এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) হিসেবে দায়িত্ব নিলেন সঞ্জয় কুমার জেইন।

9.সৌদি আরব খুব শীঘ্রই তাদের প্রথম লাক্সারি ট্রেন 'Dream of the Desert' লঞ্চ করতে চলেছে।

10.মাল্টিপারপাস Octocopter তৈরির জন্য হাবিলদার বারিন্দার সিংকে Vishisht Seva Medal দ্বারা সম্মানিত করা হলো।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.