দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 12th ফেব্রুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Speedy Current Affairs 12th February 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 12th ফেব্রুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Speedy Current Affairs 12th February 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 12th ফেব্রুয়ারি 2024 | Speedy Current Affairs 12th February 2024
1.Venkatachalam H কে ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করলো Tata AIA লাইফ ইন্সুরেন্স।
2.Sportstar Aces আওয়ার্ড 2024 এ স্পোর্টসম্যান অফ দি ইয়ার (ট্রাক এন্ড ফিল্ড) হলো পুরুষদের রিলে দল, স্পোর্টসওমেন অফ দি ইয়ার (ট্রাক এন্ড ফিল্ড) হলেন পারুল চৌধুরী এবং স্পোর্টসম্যান অফ দি ইয়ার (টিম স্পোর্টস) হলেন মহম্মদ সামি।
3.TomTom ট্রাফিক ইনডেক্স 2023 এ ভারতের ব্যাঙ্গালুরু দ্বিতীয় Most Congested City এর তকমা পেলো।
4.টাটা ডিজিটালের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে Naveen Tahilyani কে নিযুক্ত করা হলো।
5.ভারতের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখন্ড ইউনিফর্ম সিভিল কোড চালু করলো।
6.ভারতের ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম অফ এপিগ্রাফি এর শিলান্যাস করলেন কেন্দ্রীয় সংস্কৃত মন্ত্রী জি কিষাণ রেড্ডি।
7.পার্থে অনুষ্ঠিত সপ্তম ইন্ডিয়ান ওসান কনফারেন্স এ ভারতের এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর অংশগ্রহণ করলেন।
8.সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত বিখ্যাত কবি Farooq Nazki 83 বছর বয়সে প্রয়াত হলেন।
9.জেনারেটিভ AI স্কিলের উপর 2 মিলিয়নের অধিক মানুষজনকে প্রশিক্ষণ দিতে চলেছে মাইক্রোসফট।
10.ফিট ইন্ডিয়া মুভমেন্টের জন্য ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নরেন্দ্র কুমার যাদবকে নিযুক্ত করা হলো।
Also Read:
Please do not share any spam link in the comment box