মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি 2024 | Monthly Current Affairs in Bengali February 2024 PDF

মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Monthly Current Affairs in Bengali February 2024 PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি 2024 | Monthly Current Affairs in Bengali February 2024 PDF

নিচে Monthly Current Affairs in Bengali February 2024 PDF যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News



ফেব্রুয়ারি 2024 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves_Current_Affairs


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি


আরও ডাউনলোড করুন:




মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি 2024 | Monthly Current Affairs in Bengali February 2024 PDF

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 1st ফেব্রুয়ারি 2024

1.সড়ক দুর্ঘটনায় মৃত্যু এড়াতে পাঞ্জাব সরকার 'Sadak Surakhya Force’ (SSF) লঞ্চ করলো।

2.ISSF বিশ্বকাপের 10m এয়ার রাইফেল ইভেন্টে Divyansh Singh Panwar গোল্ড মেডেল জিতলেন।

3.বর্তমান অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 6.7% নির্ধারণ করলো IMF.

4.রাজ্যসভার সদস্য হিসেবে শ্রী সাতনাম সিং সান্ধুকে মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

5.16 তম অর্থ কমিশনের সদস্য হিসেবে Ajay Narayan Jha, Annie George Mathew, Dr. Niranjan Rajadhyaksha এবং Dr. Soumya Kanti Ghosh কে নিযুক্ত করলো কেন্দ্রীয় সরকার।

6.লাদাখে অনুষ্ঠিত হতে চলা খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2024 এর জন্য ম্যাস্কট 'Sheen-e She' -এর উন্মোচন করা হলো।

7.ওড়িশা সরকার সম্প্রতি উপজাতি সম্প্রদায়ের সশক্তিকরণের জন্য LABHA নামক 100% স্টেট-ফান্ডেড MSP স্কীম লঞ্চ করলো।

8.ইন্ডিয়ান হিস্টোরি কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট এবং প্রখ্যাত ঐতিহাসিক R. Champakalakshmi সম্প্রতি প্রয়াত হলেন।

9.প্রজাতন্ত্র দিবস 2024 এর প্যারেডে শ্রেষ্ঠ ট্যাবলোর সম্মান পেলো ওড়িশার 'Woman Empowerment in Viksit Bharat' থিমের ট্যাবলো।

10.করাপশন ইনডেক্স 2023 এ 180 টি দেশের মধ্যে ভারত 93 তম স্থান অধিকার করলো।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2nd ফেব্রুয়ারি 2024

1.লন্ডনে তিনজন ভারতীয় বিজ্ঞানী Rahul R Nair, Mehul Malik এবং Tanmay Bharat কে Blavatnik আওয়ার্ডে সম্মানিত করা হবে।

2.ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা সুবেদার হলেন প্রীতি রাজাক।

3.আইআইটি ইন্দোরের উজ্জ্যয়িন স্যাটেলাইট সেন্টার কেন্দ্রীয় সরকারের মান্যতা পেলো।

4.BRICS গ্রুপের নতুন সদস্য হলো সৌদি আরব, ইজিপ্ট, UAE, ইরান এবং ইথিওপিয়া।

5.গ্রীন হাইড্রোজেনের জন্য মহারাষ্ট্র সরকারের সাথে NTPC গ্রীন এনার্জি লিমিটেড (NGEL) 80,000 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করলো।

6.কায়রো অনুষ্ঠিত ISSF শ্যুটিং বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম গোল্ড মেডেল জিতলেন Rhythm Sangwan এবং Ujjwal Malik.

7.পৃথিবীর কনিষ্ঠতম হিসেবে এভারেস্টের বেসে পৌঁছে রেকর্ড গড়লো 2 বছরের স্কটল্যান্ডের Carter Dallas.

8.মহিলা Wushu এথলিট অফ দি ইয়ার হলেন মণিপুরের গর্ব Naorem Roshibina Devi.

9.অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে INSAT - 3DS স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO).

10.প্রতিবছর 1 লা ফেব্রুয়ারি ভারতীয় কোস্ট গার্ড দিবস পালন করা হয়, এছাড়া গত 31 শে জানুয়ারি আন্তর্জাতিক জেব্রা দিবস পালন করা হয়।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 3rd ফেব্রুয়ারি 2024

1.সম্প্রতি আন্তর্জাতিক এয়ারপোর্টের স্ট্যাটাস পেলো গুজরাটের সুরাট এয়ারপোর্ট।

2.ভারতীয় নৌবাহিনী 2024 সালটিকে 'Year of Naval Civilians’ ঘোষণা করলো।

3.এফিসিয়েন্ট লজিস্টিক্স এবং ইন্টিগ্রেটেটেড প্লানিং এর জন্য FICCI এবং DPIIT PM GatiShakti সামিট হোস্ট করলো।

4.HR Khan কে নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত করলো AU স্মল ফাইন্যান্স ব্যাংক।

5.তৃতীয়বারের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হলেন জয় শাহ।

6.ডিফেন্স সেক্টরে সহযোগিতার জন্য ভারত এবং ওমান চুক্তি স্বাক্ষর করলো।

7.তামিলনাড়ু সরকার সম্প্রতি 'Kalaignar Sports Kit' ইনিশিয়েটিভ লঞ্চ করলো।

8.ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো -এর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

9.প্রতিবছর 2 রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়, এবছরের থিম - 'Wetlands and Human Wellbeing'.

10.টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর চেয়ারম্যান পদে অনিল কুমার লাহটিকে নিযুক্ত করলো।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 4th ফেব্রুয়ারি 2024

1.নতুন দিল্লীতে CLEA - কমনওয়েলথ এটর্নিস এন্ড সলিসিটর জেনারেল কনফারেন্স (CASGC) 2024 এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2.ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পেতে চলেছেন LK Advani.

3.ঝাড়খন্ড হাইকোর্টের স্থায়ী বিচারপতি পদে বিচারপতি প্রদীপ কুমার শ্রীবাস্তবকে নিযুক্ত করা হলো।

4.মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের অধীনে হিউম্যান DNA ব্যাংক লঞ্চ করলো বেনারস হিন্দু ইউনিভার্সিটি।

5.স্মার্ট প্যাট্রোলিং এর জন্য উত্তরাখন্ড পুলিশ সেলফ-ব্যালেন্সিং ই-স্কুটার চালু করলো।

6.2024 প্যারিস অলিম্পি জন্য টর্চ বাহক হতে চলেছেন অভিনব বিন্দ্রা।

7.চাইল্ড রেস্টোরেশন এবং রিপ্যাট্রিয়েশন এর জন্য GHAR GO Home and Re-Unite পোর্টাল লঞ্চ করলো NCPCR.

৪.প্যারিসের আইফিল টাওয়ারে ইউনিফায়েড পেমেন্ট সার্ভিসের অফিসিয়াল সূচনা করলো ভারত।

9.মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এর চিফ অ্যাভাইজার (Cost) পদের দায়িত্ব নিলেন Pawan Kumar.

10.অন্ধ্রপ্রদেশকে হারিয়ে নাগপুরে অনুষ্ঠিত নগেশ ট্রফি জিতলো কর্ণাটক।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 5th ফেব্রুয়ারি 2024

1.অযোধ্যায় সেন্ট্রালাইজড GIS ডেটা সেন্টার স্থাপন করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার।

2.লাইফ ইন্সুরেন্স প্রদান করতে ESAF স্মল ফাইন্যান্স ব্যাংক এবং Edelweiss Tokio লাইফ ইন্সুরেন্স জোটবদ্ধ হলো।

3.জয়সলমীরের নিকটে অনুশীলন বায়ু শক্তি - 2024 এর আয়োজন করতে চলেছে ভারতীয় এয়ার ফোর্স।

4.গোয়া শিপইয়ার্ডের পাবলিক রিলেশনস অফিসার Nikhil Mukund Wagh কে মহা গৌরব 2024 সম্মানে সম্মানিত করা হলো।

5.প্রতিবছর 4 ই ফেব্রুয়ারি International Day of Human Fraternity পালন করা হয়।

6.ভারত এবং ইউএস এর মধ্যে $4 বিলিয়নের MQ-9B Armed ড্রোন চুক্তি সম্পন্ন হলো।

7.বিখ্যাত তামিল অভিনেতা বিজয় তার নতুন রাজনৈতিক দল 'Tamilaga Vettri Kazhagam' এর ঘোষণা করলেন।

8.রেস্পন্সিবল গেমিং এনভায়রনমেন্ট এর জন্য Digital Detox ইনিশিয়েটিভ এর সূচনা করলো কর্ণাটক।

9.প্রতিবছর 1 - 7 ই ফেব্রুয়ারি World Interfaith Harmony সপ্তাহ পালন করা হয়।

10.দ্বিতীয়বারের জন্য ভুটানের প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিলেন Tshering Tobgay.


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 6th ফেব্রুয়ারি 2024

1.boAt সংস্থার ব্র্যান্ড আম্বাসাডর এবং স্টেক হোল্ডার হিসেবে যোগদান করলো বলিউড অভিনেতা রণবীর সিং।

2.পাঞ্জাবের রাজ্যপাল বনওয়ারীলাল পুরোহিত নিজের পদ থেকে ইস্তফা দিলেন।

3.ফিফা বিশ্বকাপ 2026 এর ফাইনাল নিউইয়র্ক সিটির MetLife স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে।

4.ছত্রপতি সাম্ভোজীনগরে তিনদিন ব্যাপী ইলোরা-অজন্তা আন্তর্জাতিক উৎসব আয়োজিত হলো।

5.মহাকাশে সবথেকে বেশি সময় কাটানোর জন্য বিশ্বরেকর্ড গড়লেন রাশিয়ান মহাকাশচারী Oleg Kononenko.

6.প্রখ্যাত হলিউড অভিনেতা Carl Weathers 76 বছর বয়সে প্রয়াত হলেন।

7.উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধানকার নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম '9 Incredible Years of Haryana Government - Rise of a New and Vibrant Haryana'.

8.Priest Ishwari Prasad Namboodiri কে শঙ্কর স্মৃতি আওয়ার্ড এ সম্মানিত করা হলো।

9.উত্তরাখন্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন জাস্টিস Ritu Bahri.

10.Global Brand Guardianship ইনডেক্স 2024 এ ভারতের মুকেশ আম্বানি শীর্ষস্থান অধিকার করলেন।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 7th ফেব্রুয়ারি 2024

1.নয়ডা আন্তর্জাতিক এয়ারপোর্টের নিকটে ঈশা ফাউন্ডেশনের 242 ফুট উঁচু আদিযোগী শিবের মূর্তি স্থাপনের মান্যতা দিলো সিভিল এভিয়েশন মন্ত্রক।

2.ভারতের বৃহত্তম থিয়েটার উৎসব ভারত রঙ মহোৎসব গুজরাটে শুরু হলো।

3.ইয়েমেনের প্রধানমন্ত্রী পদে Ahmed Awad bin Mubarak কে নিযুক্ত করা হলো।

4.'Outstanding Business Woman Of The Year 2023' হলেন মোদি এন্টারপ্রাইজের চেয়ারপার্সন ড: বিনা মোদী।

5.প্রতিবছর 6 ই ফেব্রুয়ারি Safer Internet Day পালন করা হয়, এবছরের থিম - 'Inspiring Change. Making a difference, managing influence and navigating change online'.

6.SJFI এবং DSJA ভারতের লেজেন্ডারি স্পিন্টার পিটি ঊষাকে লাইফটাইম এচিভমেন্ট সম্মানে সম্মানিত করলো।

7.ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ পদে লিউটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে নিযুক্ত করা হলো।

8.The Asset Triple A Awards 2024 এ শ্রেষ্ঠ গ্রীন বন্ড - কর্পোরেট আওয়ার্ড জিতলো REC লিমিটেড।

9.নামিবিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি Hage Geingob 82 বছর বয়সে প্রয়াত হলেন।

10.গ্রামী আওয়ার্ড 2024 এ শ্রেষ্ঠ গান হলো - Billie Eilish এর 'What Was I Made For?', শ্রেষ্ঠ পপ ভোক্যাল অ্যালবাম হলো - Taylor Swift এর 'Midnights'.


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 8th ফেব্রুয়ারি 2024

1.হায়দ্রাবাদে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার হোস্ট করতে চলেছে তেলেঙ্গানা ফুটবল এসোসিয়েশন।

2.গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি বিজয় বিশ্নই।

3.নতুন দিল্লীতে ড: আম্বেদকর আন্তর্জাতিক সেন্টারে নর্থ-ইস্ট সম্মেলন হোস্ট করা হলো।

4.গোয়াতে 1330 কোটি টাকার প্রজেক্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

5.কান্ট্রি ডিরেক্টর অফ ইন্ডিয়া পদে Mio Oka কে নিযুক্ত করলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB).

6.রাজস্থানের নতুন অ্যাডভোকেট জেনারেল পদে রাজেন্দ্র প্রসাদ গুপ্তকে নিযুক্ত করা হলো 

7.2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বৃদ্ধি বাড়িয়ে 6.2% করলো OECD.

8.ত্রিপুরার আগরতলাতে দিব্য কলা মেলা 2024 এর উদ্বোধন করা হলো।

9.গোয়াতে ONGC সী সারভাইভাল সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

10.অর্থনৈতিক বৃদ্ধি বাড়াতে ভারতের সাথে শ্রীলঙ্কা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করলো।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 9th ফেব্রুয়ারি 2024

1.2024 টাটা স্টিল চেস ট্যুর্নামেন্ট জিতলেন গ্র্যান্ডমাস্টার Wei Yi.

2.সৌরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন (SCA) স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নিরঞ্জন শাহ স্টেডিয়াম রাখা হলো।

3.ট্রান্সজেন্ডার কমিউনিটি এর জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করলেন দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

4.Super 30 ফাউন্ডার অরবিন্দ কেজরিওয়ালকে গোল্ডেন ভিসা সম্মানে সম্মানিত করলো UAE.

5.চিলির প্রাক্তন রাষ্ট্রপতি Sebastian Pinera সম্প্রতি 74 বছর বয়সে প্রয়াত হলেন।

6.প্রতিবছর 7 ই ফেব্রুয়ারি National Black HIV/AIDS Awareness দিবস পালন করা হয়।

7.মহারাষ্ট্র এবং গুজরাটে মোবাইল হেল্থ সার্ভিস 'Kilkari' এবং মোবাইল অ্যাকাডেমী লঞ্চ করা হলো।

8.ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর নতুন দিল্লীতে BIMSTEC অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ খুললেন।

9.দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট এর সম্ভাষণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

10.দিল্লীতে ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিটের উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধানকার।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 10th ফেব্রুয়ারি 2024

1.আসামে কনস্ট্রাকশন স্কিল ট্রেনিং সেন্টারের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

2.প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অধীনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভের সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা।

3.পি ভি নরসিমহা রাও, চৌধুরী চরণ সিং এবং বিজ্ঞানী এম এস স্বামীনাথন কে ভারতরত্ন 2024 সম্মানে সম্মানিত করা হবে।

4.মুম্বাইতে ভারতের প্রথম Small Animal Hospital এর উদ্বোধন করতে চলেছে টাটা ট্রাস্ট।

5.LIC মিউচুয়াল ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে রবি কুমার ঝা কে নিযুক্ত করা হলো।

6.আন্টার্কটিক সায়েন্টিফিক স্টাডির জন্য চীন Qinling Station লঞ্চ করলো।

7.আগেভাগে ক্যানসার শনাক্তকরণের জন্য AI প্লাটফর্ম iOncology.ai লঞ্চ করলো AIIMS.

8.নিউক্লিয়ার রিয়াক্টর এগ্রিমেন্টের উপর প্রোটোকল স্বাক্ষর করলো ভারত এবং রাশিয়া।

9.EdCIL Vidyanjali স্কলারশিপ প্রোগ্রাম লঞ্চ করলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

10.বিশ্ব ব্যাংক প্রকাশিত লজিস্টিক্স পারফরম্যান্স ইনডেক্সে ভারত 139 টি দেশের মধ্যে 38 তম স্থান অধিকার করলো।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 11th ফেব্রুয়ারি 2024

1.সুইজারল্যান্ডের Jungfrau এর আইস প্যালেসে নীরাজ চোপড়া বিশেষভাবে সম্মানিত করা হলো।

2.2024 ওয়ার্ল্ড গভর্নমেন্ট' সামিট দুবাইতে অনুষ্ঠিত হতে চলেছে, থিম - 'Shaping Future Governments'.

3.আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) হাব গড়ে তুলতে চলেছে তেলেঙ্গানা সরকার।

4.NPCI এর নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে অজয় কুমার চৌধুরীকে নিযুক্ত করা হলো।

5.SAFF মহিলা অনুর্দ্ধ-19 চ্যাম্পিয়নশিপে ভারত এবং বাংলাদেশ যৌথ বিজেতা হলো।

6.গুজরাটের গান্ধীনগরে সেন্টার অফ এক্সেলেন্স ফর নিউট্রিশনাল সাপ্লিমেন্টস টেস্টিং এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

7.ব্রহ্মপুত্র নদী পরিকল্পনার উপর ভারত এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক $200 মিলিয়ন লোন স্বাক্ষর করলো।

8.রাষ্ট্রপতি ভবনে 'Vividdhta ka Amrit Mahotsav' এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

9.বিখ্যাত সুরকার Pyarelal Sharma কে Lakshminarayana International আওয়ার্ড দ্বারা সম্মানিত করা হলো।

10.প্রতি বছর 10 ই ফেব্রুয়ারি World Pulses Day পালন করা হয়, এবছরের থিম - 'Pulses: Nourishing Soils and People'.


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 12th ফেব্রুয়ারি 2024

1.Venkatachalam H কে ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করলো Tata AIA লাইফ ইন্সুরেন্স।

2.Sportstar Aces আওয়ার্ড 2024 এ স্পোর্টসম্যান অফ দি ইয়ার (ট্রাক এন্ড ফিল্ড) হলো পুরুষদের রিলে দল, স্পোর্টসওমেন অফ দি ইয়ার (ট্রাক এন্ড ফিল্ড) হলেন পারুল চৌধুরী এবং স্পোর্টসম্যান অফ দি ইয়ার (টিম স্পোর্টস) হলেন মহম্মদ সামি।

3.TomTom ট্রাফিক ইনডেক্স 2023 এ ভারতের ব্যাঙ্গালুরু দ্বিতীয় Most Congested City এর তকমা পেলো।

4.টাটা ডিজিটালের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে Naveen Tahilyani কে নিযুক্ত করা হলো।

5.ভারতের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখন্ড ইউনিফর্ম সিভিল কোড চালু করলো।

6.ভারতের ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম অফ এপিগ্রাফি এর শিলান্যাস করলেন কেন্দ্রীয় সংস্কৃত মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

7.পার্থে অনুষ্ঠিত সপ্তম ইন্ডিয়ান ওসান কনফারেন্স এ ভারতের এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর অংশগ্রহণ করলেন।

8.সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত বিখ্যাত কবি Farooq Nazki 83 বছর বয়সে প্রয়াত হলেন।

9.জেনারেটিভ AI স্কিলের উপর 2 মিলিয়নের অধিক মানুষজনকে প্রশিক্ষণ দিতে চলেছে মাইক্রোসফট।

10.ফিট ইন্ডিয়া মুভমেন্টের জন্য ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে নরেন্দ্র কুমার যাদবকে নিযুক্ত করা হলো।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 13th ফেব্রুয়ারি 2024

1.মধ্যপ্রদেশের ঝাবুয়াতে 7300 কোটি টাকার প্রজেক্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2.ফুটবল সংস্কৃতিকে গতি প্রদান করতে ফিফার সাথে জোটবদ্ধ হলো শিক্ষা মন্ত্রক।

3.ভারতকে হারিয়ে অনুর্দ্ধ-19 ক্রিকেট বিশ্বকাপ 2024 জিতলো অস্ট্রেলিয়া।

4.শ্রীলঙ্কা এবং মরিশাসে UPI এবং RuPay কার্ড লঞ্চ করা হলো।

5.সাউদার্ন রেলওয়ের ট্রাভেলিং টিকিট এক্সামিনার (TTE) পদে প্রথম ট্রান্সওমেন হিসেবে সিন্ধু গণপতিকে নিযুক্ত করা হলো।

6.হায়দ্রাবাদে কালচারাল সেন্টার স্থাপন করতে চলেছে সঙ্গীত নাটক একাডেমী।

7.আধুনিক ইনফ্লুয়েনসার দের জন্য 'ন্যাশনাল ক্রিয়েটরস আওয়ার্ড' চালু করলো ভারত সরকার।

8.ফিনল্যান্ডের রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী Alexander Stubb.

9.Paytm ই-কমার্স প্লাটফর্ম সম্প্রতি Pai প্লাটফর্ম হিসেবে নব রূপে আত্মপ্রকাশ করলো

10.অজয় কুমার চৌধুরীকে বোর্ডের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত করলো NPCI.


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 14th ফেব্রুয়ারি 2024

1.চেন্নাই ওপেন খেতাব 2024 জিতলেন ভারতের সুমিত নাগাল।

2.'PM Surya Ghar: Muft Bijli Yojana' নামক স্কীমের উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

3.ন্যানোটেকনোলজির জন্য আইআইটি গুয়াহাটিতে SWASTHA প্রজেক্ট এবং ISO 5/6 ক্লিন রুম ফ্যাসিলিটি লঞ্চ করা হলো।

4.ওড়িশার চতুর্থ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইটের তকমা পেলো কোরাপুত জেলার গুপ্তেশ্বর অরণ্য।

5.পদ্মশ্রী পুরষ্কার প্রাপ্ত বিখ্যাত লেখিকা ঊষা কিরণ খান 78 বছর বয়সে প্রয়াত হলেন।

6.দেরাদুনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রয়াত জেনারেল বিপিন রাওয়াতের মূর্তির উন্মোচন করলেন।

7.লাখনৌতে 67 তম অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট (AIPDM) এর আয়োজন করলো রেলওয়ে প্রটেকশন ফোর্স।

8.SARAS Aajeevika Mela এর দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করলেন চিফ সেক্রেটারি Atal Dulloo.

9.প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রাবাবু নাইডু নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম 'Maha Swaapnikudu', এটি লিখেছেন সাংবাদিক পি বিক্রম।

10.প্রতি বছর 13 ই ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস পালন করা হয়, এবছরের থিম - Radio: A Century Informing, Entertaining and Educating.


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 15th ফেব্রুয়ারি 2024

1.Kaji Nemu (Citrus limon) কে রাজ্যফলের (State Fruit) মর্যাদা দিলো আসাম সরকার।

2.গুজরাটের আহমেদাবাদে গান্ধীনগর প্রিমিয়ার লীগের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

3.আ্যাগ্রোফরেস্ট্রি ডেভেলপমেন্ট এর জন্য GROW ইনিশিয়েটিভের উন্মোচন করলো নীতি আয়োগ।

4.ইনস্টিটিউট অফ চার্টার্ড একাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) এর প্রেসিডেন্ট পদে রঞ্জিত কুমার আগারওয়ালকে নিযুক্ত করা হলো।

5.নতুন দিল্লীতে APAAR: One Nation One Student ID Card এর উপর ন্যাশনাল কনফারেন্সের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

6.ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2024 এ বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি পরিষেবা লঞ্চ করলো দুবাই।

7.Shamar Joseph (পুরুষ) এবং Amy Hunter (মহিলা) কে আইসিসি প্লেয়ার অফ দি মান্থ ফর জানুয়ারি 2024 সম্মানে সম্মানিত করা হলো।

8.দেশের প্রবীণতম টেস্ট খেলোয়াড় Dattajirao Gaekwad 95 বছর বয়সে প্রয়াত হলেন।

9.ইউনিয়ন ওয়াটার মিনিস্ট্রি নয়ডা কে 'Water Warrior' শহর সম্মানে সম্মানিত করলো।

10.থার্মাল ক্যামেরা টেকনোলজির জন্য Prama India এবং C-DAC জোটবদ্ধ হলো।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 16th ফেব্রুয়ারি 2024

1.ইলেকট্রনিক্স এন্ড আইটি মিনিস্ট্রি গুয়াহাটিতে প্রথম ডিজিটাল ইন্ডিয়া ফিউচার স্কিলস সামিট হোস্ট করলো।

2.রাজস্থান সম্প্রতি তাদের রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা 2024 লঞ্চ করলো।

3.ভারতীয় খেলোয়াড় (হ্যামার নিক্ষেপকারী) রচনা কুমারিকে ডোপিং এর কারণে 12 বছরের জন্য ব্যান করা হলো।

4.চেস অলিম্পিয়াড টর্চকে হাঙ্গেরির বুদাপেস্টের হাতে তুলে দিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

5.প্রতিবছর 15 ই ফেব্রুয়ারি World Hippo Day পালন করা হয়।

6.SBI ক্যাপিটাল মার্কেট বীরেন্দ্র বানসাল কে নতুন ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে নিযুক্ত করলো।

7.দ্রুত পেমেন্টের জন্য UAE এর AANI এর সাথে ভারতের UPI লিঙ্ক করানোর জন্য চুক্তি স্বাক্ষরিত হলো।

8.IRCTC এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) হিসেবে দায়িত্ব নিলেন সঞ্জয় কুমার জেইন।

9.সৌদি আরব খুব শীঘ্রই তাদের প্রথম লাক্সারি ট্রেন 'Dream of the Desert' লঞ্চ করতে চলেছে।

10.মাল্টিপারপাস Octocopter তৈরির জন্য হাবিলদার বারিন্দার সিংকে Vishisht Seva Medal দ্বারা সম্মানিত করা হলো।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 17th ফেব্রুয়ারি 2024

1.বিহার লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার হিসেবে নন্দ কিশোর যাদবকে নির্বাচিত করা হলো।

2.ট্রান্সফর্মেটিভ ইনফ্রাস্ট্রাকচার প্লানিং এর জন্য ডিপার্টমেন্ট অফ টেলিকমিউকিনেশন (DoT) 'Sangam: Digital Twin' ইনিশিয়েটিভ লঞ্চ করলো।

3.ডিজিটাল বিজনেস গ্রোথের জন্য টাটা গ্রুপ এবং Uber জোটবদ্ধ হলো।

4.উত্তরাখন্ড থেকে ভারতের প্রথম হেলিকপ্টার ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস চালু হতে চলেছে।

5.ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন Prabowo Subianto.

6.আইআইটি জম্মু সম্প্রতি সাউন্ড টেকনোলজি ভিত্তিক অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করলো।

7.সোশ্যাল ডেভেলপমেন্ট কমিশনের 62 তম সভার সভাপতিত্ব করলেন রুচিরা কম্বোজ।

8.মার্চেন্টদের জন্য UPI এর উপর ক্রেডিট লাইনের সূচনা করতে PayU এবং NPCI জোটবদ্ধ হলো।

9.Boeing ডিফেন্স ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদে নিখিল যোশীকে নিযুক্ত করা হলো।

10.বেস্ট টেকনোলজি ব্যাংক অফ দি ইয়ার আওয়ার্ড জিতলো সাউথ ইন্ডিয়ান ব্যাংক।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 18th ফেব্রুয়ারি 2024

1.তেলেঙ্গানার Komuravelli রেল স্টেশনের শিলান্যাস করলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

2.ইসরোর নতুন ওয়েদার স্যাটেলাইট INSAT-3DS শ্রীহরিকোটা থেকে লঞ্চ করা হলো।

3.আসামে 125 ফুট উঁচু Bir Lachit Borphukan -এর মূর্তির উন্মোচন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4.কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড এবং BPCL কোচিন এয়ারপোর্টে গ্রীন হাইড্রোজেন প্লান্ট স্থাপন করতে চলেছে।

5.ভুবনেশ্বরে বাগচী শ্রী শংকরা ক্যানসার সেন্টারের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নভীন পট্টনায়েক।

6.Jyotisar Anubhav Kendra এর ভার্চুয়াল উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

7.ভারতের 'Most Welcoming Region' 2024 এর তকমা পেলো হিমাচল প্রদেশ।

8.টেলিভিশন শো 'Udaan' এর অভিনেত্রী কবিতা চৌধুরী 67 বছর বয়সে প্রয়াত হলেন।

9.MILAN নৌ-অনুশীলনের 12 তম সংস্করণ হোস্ট করতে চলেছে বিশাখাপত্তনম, এবছরের থিম - 'Forging Naval Alliances for a Secure Maritime Future'.

10.গ্রীন কভারকে গতি প্রদান করতে হরিয়ানা সরকার 'Van Mitra' স্কিম লঞ্চ করলো।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 19th ফেব্রুয়ারি 2024

1.Gulzar এবং Jagadguru Rambhadracharya কে সম্মানীয় জ্ঞানপিঠ পুরস্কার 2023 সম্মানে সম্মানিত করা হলো।

2.ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সভাপতি হিসেবে Nawaf Salam কে নির্বাচিত করা হলো।

3.একই লিঙ্গের বিবাহ এবং একই লিঙ্গের বিবাহিত যুগলের পিতৃক অধিকারের মান্যতা দিলো গ্রিস।

4.19 তম ব্যাংকিং টেক কনফারেন্সে সিটি ইউনিয়ন ব্যাংক 7 টি পুরস্কার জিতলো।

5.লেজেন্ডারি 'dum pukht' chef ইমতিয়াজ কুরেশি 93 বছর বয়সে প্রয়াত হলেন।

6.ডিজিটাল কো-অপারেশনের উপর ভারত এবং কলম্বিয়া চুক্তি স্বাক্ষর করলো।

7.দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে 500 টি উইকেট সংগ্রহ করলেন রবিচন্দ্রন অশ্বিন।

8.ফুড প্রসেসিং মন্ত্রী শ্রী পশুপতি কুমার পরশ সম্প্রতি 'SUFALAM: Start-Up Forum for Aspiring Leaders and Mentors Startup Conclave 2024' এর উদ্বোধন করলেন।

9.আইআইটি ভুবনেশ্বর রিসার্চ এন্ড এন্ত্রাপ্রিনিউরশিপ পার্কের সাথে টাটা স্টিল চুক্তি স্বাক্ষর করলো।

10.ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম 2024 এর 16 তম কনফারেন্স কাঠমান্ডুতে অনুষ্ঠিত হলো।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 20th ফেব্রুয়ারি 2024

1.বাংলাদেশের ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে U Tirot Sing এর আবক্ষ মূর্তির উন্মোচন করা হলো।

2.জয়সলমীরে অনুষ্ঠিত বায়ুশক্তি অনুশীলনে প্রথমবার SAMAR এয়ার ডিফেন্স মিসাইল ব্যবহার করা হলো।

3.ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ 2024 এ ভারতীয় মহিলা দল গোল্ড মেডেল জিতলো।

4.উন্নত পরিষেবা প্রদান করতে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এবং ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ONDC) চুক্তি স্বাক্ষর করলো।

5.প্রখ্যাত জৈন সন্ন্যাসী আচার্য বিদ্যাসাগর মহারাজ সম্প্রতি 77 বছর বয়সে প্রয়াত হলেন।

6.NASA এবং JAXA যৌথ ভাবে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে।

7.জার্মানিতে 60 তম মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশগ্রহণ করলেন এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর।

8.ইয়ুথ এমপাওয়ারমেন্টের জন্য ওড়িশা সরকার 'Swayam' স্কীমের সূচনা করলো।

9.BAFTA আওয়ার্ড 2024 এ সেরা সিনেমা হল Oppenheimer, সেরা অভিনেতা হলেন Cillian Murphy এবং সেরা অভিনেত্রী হলেন Emma Stone.

10.টাটা এডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL) দ্বারা নির্মিত ভারত তাদের প্রথম স্পাই স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 21st ফেব্রুয়ারি 2024

1.চন্ডীগড় সম্প্রতি 11 তম আন্তর্জাতিক Puppet Festival হোস্ট করলো।

2.আইআইটি মাদ্রাস CSR সামিটে REC লিমিটেড 'ইনোভেটিভ টেকনোলজি ডেভেলপমেন্ট আওয়ার্ড' জিতলো।

3.প্রখ্যাত অভিনেতা ঋতুরাজ সিং 59 বছর বয়সে প্রয়াত হলেন।

4.এক্সপোর্টের জন্য দুবাইতে 100,000 sqm ভারত মার্ট লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

5.কোটাক মাহিন্দ্রা ব্যাংকের নতুন জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর পদে KVS Manian কে নিযুক্ত করা হলো।

6.উত্তর প্রদেশের সম্ভলে শ্রী কাল্কি ধাম মন্দিরের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

7.ভারত এবং ইউএস এর মধ্যে ডিফেন্স ইনোভেশনকে গতি প্রদান করতে নতুন দিল্লীতে দুদিন ব্যাপী INDUS-X সামিট অনুষ্ঠিত হতে চলেছে।

8.ভারতীয় পোর্টগুলির দক্ষতা ও কার্যকারিতা বাড়ানোর জন্য 'Sagar Aankalan' গাইডলাইন লঞ্চ করা হলো।

9.RPSF কনস্টেবল শশীকান্ত কুমারকে 'Jeevan Raksha Padak' সম্মানে সম্মানিত করা হলো।

10.লোকসভা ভোটের জন্য পাঞ্জাবের 'state icon' হলো শুভমান গিল।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 22nd ফেব্রুয়ারি 2024

1.উত্তর-পূর্বের প্রথম রাজ্য হিসেবে অরুণাচল প্রদেশ 100 শতাংশ 'হার ঘর জল' স্যাচুরেশনের তকমা পেলো।

2.গোয়া সরকার এবং বিশ্ব ব্যাংক জোটবদ্ধ হয়ে ক্লাইমেট ফাইন্যান্স ফ্যাসিলিটি লঞ্চ করতে চলেছে।

3.উত্তর ভারতের প্রথম 'Pizza ATM' চন্ডীগড়ে উন্মোচন করা হলো।

4.গুয়াহাটিতে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের উদ্বোধন করলেন কেন্দ্রীয় ইয়ুথ আফফায়ার্স মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

5.প্রখ্যাত লেখক শশী থারুরকে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান 'Knight of the Legion of Honour' -এ সম্মানিত করা হলো।

6.জম্মুতে নতুন আইআইটি, আইআইএম, এআইআইএমএস সহ 43,875 কোটি টাকার এডুকেশনাল এবং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

7.রিনিউইবেল এনার্জি প্রজেক্টের জন্য IREDA এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জোটবদ্ধ হলো।

8.অধ্যাপক S.D. Muni নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম 'Dabbling in Diplomacy: Authorised & Otherwise, Recollections of a Non-Career Diplomat'.

9.ICICI ব্যাংকের নন-এক্সিকিউটিভ পার্ট-টাইম চেয়ারম্যান পদে প্রদীপ কুমার সিনহাকে নিযুক্ত করা হলো।

10.গত 20 ই ফেব্রুয়ারি World Day of Social Justice পালন করা হয়, এবছরের থিম - 'Bridging Gaps, Building Alliances'.


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 23rd ফেব্রুয়ারি 2024

1.অশ্বিন প্রভু নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম 'Sculpted Stones: Mysteries of Mamallapuram'.

2.প্রতি বছর 22 শে ফেব্রুয়ারি World Thinking Day পালিত হয়, এবছরের থিম - 'Our World, Our Thriving Future'.

3.SBM ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে Ashish Vijayakar কে নিযুক্ত করা হলো।

4.মাইক্রোসফট এবং iCreate জোটবদ্ধ হয়ে iMPEL-AI (iCreate-Microsoft program for Emerging Leaders in Artificial Intelligence) প্রোগ্রাম লঞ্চ করতে চলেছে।

5.রায়পুরে 211 PM SHRI স্কুলের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

6.টি-20 ক্রিকেটে বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে 10,000 রান সম্পূর্ণ করলেন বাবর আজম।

7.সম্প্রতি তেলেঙ্গানায় উপজাতি উৎসব 'Sammakka Saralamma Jatara’ শুরু হলো।

8.সাইবারক্রাইম রিপোর্ট 2023 অনুযায়ী ভারত বিশ্বজুড়ে 80 তম স্থান অধিকার করলো।

9.2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 6.5% নির্ধারণ করলো Morgan Stanley.

10.স্থানীয় অর্থনীতিকে শক্তি প্রদান করতে উত্তরাখন্ড মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি 'Himalayan Basket' ইনিশিয়েটিভ লঞ্চ করলেন।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 24th ফেব্রুয়ারি 2024

1.নতুন দিল্লীতে Raisina Dialogue এর নবম সংস্করণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2.Pangong Frozen লেক ম্যারাথন 2024 সম্পূর্ণ করে কৃতিত্ব অর্জন করলেন  Bhagwan Singh এবং Mahesh Khurana.

3.ওড়িশার সম্বলপুরে রাষ্ট্রীয় উদয়মিত্র বিকাশ পরিযোজনার উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

4.জার্মানির বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় Andreas Brehme 63 বছর বয়সে প্রয়াত হলেন।

5.সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আয়ুশ হলিস্টিক ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

6.আন্তর্জাতিক গীতা মহোৎসবের পঞ্চম সংস্করণ হোস্ট করতে চলেছে শ্রীলঙ্কা।

7.মালদ্বীপে অনুষ্ঠিত Dosti 16 অনুশীলনে ভারত এবং শ্রীলঙ্কা অংশগ্রহণ করলো।

8.দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আওয়ার্ড 2024 এ সেরা সিনেমা - Jawan, সেরা অভিনেতা - শাহরুখ খান, সেরা অভিনেত্রী - রানী মুখার্জী এবং সেরা ডিরেক্টর - সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

9.ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক এন্ড পার্টনারশিপ ফোরামের (USISPF) বোর্ড অফ ডিরেক্টরস এ সলিল পারেখকে নিযুক্ত করা হলো।

10.CleanMax এবং ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড এর মধ্যে 25 বছরের দীর্ঘ পাওয়ার পারচেস এগ্রিমেন্ট স্বাক্ষরিত হলো।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 25th ফেব্রুয়ারি 2024

1.আমাজনের বৃষ্টি অরণ্যে 26 ফুট দীর্ঘ এবং 200 কেজি ওজনের সর্বকালের সর্ববৃহৎ অ্যানাকোন্ডার সন্ধান পাওয়া গেলো।

2.ভারতের প্রথম মহিলা পিচ কিউরেটর হিসেবে ইতিহাস গড়লেন Jacintha Kalyan.

3.ব্যাঙ্গালুরুতে 6G রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য Nokia এবং IISC জোটবদ্ধ হলো।

4.উত্তরপ্রদেশে 50 মেগা ওয়াটের গুজরাই সোলার পাওয়ার প্লান্টের উদ্বোধন করলেন SJVN লিমিটেড।

5.IIM শিলং এ ভারতের প্রথম 'Gati Shakti Research Chair' স্থাপন করা হলো।

6.স্পেনের বার্সেলোনাতে আগামী 26 শে ফেব্রুয়ারি থেকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠিত হতে চলেছে।

7.ব্যাংক অফ মহারাষ্ট্র এর প্রাক্তন MD এবং CEO A S Rajeev কে ভিজিল্যান্স কমিশনার পদে নিযুক্ত করা হলো।

8.প্রতিবছর 24 শে ফেব্রুয়ারি Central Excise Day পালিত হয়, এছাড়া গত 23 শে ফেব্রুয়ারি World Peace and Understanding Day পালিত হলো।

9.2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 6.75-6.8% নির্ধারণ করলো ব্যাংক অফ বরোদা।

10.প্রাক্তন লোকসভা স্পিকার মনোহর যোশী 86 বছর বয়সে প্রয়াত হলেন।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 26th ফেব্রুয়ারি 2024

1.কর্ণাটকের ক্রিকেটার Hoysala K সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে 34 বছর বয়সে প্রয়াত হলেন।

2.মিডিয়া আধুনিকরণের জন্য 4 টি ট্রান্সফর্মেটিভ পোর্টালের সূচনা করলো ভারত সরকার।

3.রাজস্থানে প্রথম সৌর প্রজেক্টের উদ্বোধন করলো NTPC রিনিউইবেল এনার্জি লিমিটেড।

4.AYUSH এবং ট্রাইবাল আফফায়ার্স মন্ত্রক যৌথভাবে ট্রাইবাল স্টুডেন্টদের স্বাস্থ্যের জন্য ইনিশিয়েটিভ লঞ্চ করলো।

5.আগে থেকে অর্ডার করা মিল ডেলিভারির জন্য IRCTC, Swiggy এর সাথে জোটবদ্ধ হলো।

6.গুজরাটে ফিনটেক অ্যাডভান্সমেন্ট এর জন্য $23 মিলিয়ন ফান্ড প্রদান করলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।

7.2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 6.5% নির্ধারণ করলো India Ratings.

8.রাজ্যের প্রথম স্পেশ্যাল টাইগার প্রটেকশন ফোর্সেস গঠনের জন্য অরুণাচল প্রদেশ এবং ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটি (NTCA) চুক্তি স্বাক্ষর করলো।

9.উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় রাজ্যের প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠতে চলেছে।

10.মধ্যপ্রদেশ সরকার সম্প্রতি 'Bag-less School' ইনিশিয়েটিভ লঞ্চ করলো।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 27th ফেব্রুয়ারি 2024

1.গুলমার্গে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2024 খেতাব জিতলো ভারতীয় সেনাবাহিনী।

2.চন্ডীগড়ে ফিল্ম সার্টিফিকেশন ফ্যাসিলিটেশন অফিস স্থাপন করতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

3.অগ্রিম ব্রেস্ট ক্যানসার শনাক্তকরণের জন্য হরিয়ানা সরকার 'Savera' প্রোগ্রাম লঞ্চ করলো।

4.বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 'Purple Fest' লঞ্চ করতে চলেছেন।

5.রাজস্থানে ভারত-জাপান মিলিটারি অনুশীলন 'Dharma Guardian' এর পঞ্চম সংস্করণ শুরু হলো।

6.হরিয়ানায় সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট অফ যোগা এন্ড ন্যাচুরোপ্যাথির (CRIYN) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

7.নতুন দিল্লীতে Bharat Tex 2024 এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

8.GMBF গ্লোবাল দুবাইতে দুদিন-ব্যাপী বিজনেস কনক্লেভ Mahabiz 2024 হোস্ট করলো।

9.হেল্থ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার প্রতিমন্ত্রী এস পি সিং বাঘেল নতুন দিল্লীতে ন্যাশনাল পাবলিক হেল্থ ইন্ডিয়া কনফারেন্স 2024 এর উদ্বোধন করলেন।

10.গুজরাটের দ্বারকা তে ভারতের দীর্ঘতম Cable-Stayed ব্রিজ সুদর্শন সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 28th ফেব্রুয়ারি 2024

1.প্রতি বছর 27 শে ফেব্রুয়ারি বিশ্ব NGO দিবস পালন করা হয়, এবছরের থিম - Building a Sustainable Future: The Role of NGOs in Achieving the Sustainable Development Goals (SDGs).

2.সম্প্রতি ইউএস-ইন্ডিয়া সাইবার সিকিউরিটি ইনিশিয়েটিভ লঞ্চ করা হলো।

3.রাংপো তে সিকিমের প্রথম রেলওয়ে স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4.আলজেরিয়াতে বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং আফ্রিকার বৃহত্তম মসজিদ স্থাপন করা হলো।

5.উত্তর প্রদেশের কানপুরে এশিয়ার বৃহত্তম অ্যামুনিশন এন্ড মিসাইল কমপ্লেক্স লঞ্চ করলো আদানি গ্রুপ।

6.পেটিএম পেমেন্টস ব্যাংক বোর্ড থেকে সরে দাঁড়ালেন পেটিএম এর CEO বিজয় শেখর শর্মা।

7.ড: অদিতি সেন দে কে 2023 জিডি বিড়লা আওয়ার্ড এ সম্মানিত করা হলো।

8.পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন Maryam Nawaz.

9.ছত্তিশগড়ের রাজনন্দগাঁও তে ভারতের বৃহত্তম সোলার-ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম স্থাপন করলো সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া (SECI).

10.প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা Kumar Shahani 83 বছর বয়সে প্রয়াত হলেন।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 29th ফেব্রুয়ারি 2024 

1.সচীন জেইনকে চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করলো ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল।

2.তামিলনাড়ুতে ইসরোর দ্বিতীয় স্পেসপোর্ট এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

3.ত্রিপুরার আগরতলাতে দ্বিতীয় রাজ্যস্তরীয় Shehri Samridhi Utsav এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।

4.নিউজিল্যান্ডের বিখ্যাত দ্রুত বোলার Neil Wagner আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন।

5.মধ্যপ্রদেশের উজজয়িনীতে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ির স্থাপনা করা হলো।

6.গ্লোবাল ইন্টালেকচুয়াল প্রপার্টি ইনডেক্স 2024 অনুযায়ী ভারত 42 তম স্থান অধিকার করলো।

7.পশু কল্যাণ স্বার্থে ন্যাশনাল ইনিশিয়েটিভ 'Vantara' লঞ্চ করলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এন্ড রিলায়েন্স ফাউন্ডেশন।

8.14তম Aegis Graham Bell এ টেলিকম ইনভেশনের জন্য C-DOT তিনটি আওয়ার্ড জিতলো।

9.নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) সম্প্রতি মিলিটারি অনুশীলন 'Steadfast Defender 2024' লঞ্চ করলো।

10.উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে 'Mera Pehla Vote Desh Ke Liye' নামক ক্যাম্পেইন লঞ্চ করলো কেন্দ্রীয় সরকার।


Also Read:



Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.