দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 18th ফেব্রুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Latest Current Affairs 18th February 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 18th ফেব্রুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Latest Current Affairs 18th February 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 18th ফেব্রুয়ারি 2024 | Latest Current Affairs 18th February 2024
1.তেলেঙ্গানার Komuravelli রেল স্টেশনের শিলান্যাস করলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি।
2.ইসরোর নতুন ওয়েদার স্যাটেলাইট INSAT-3DS শ্রীহরিকোটা থেকে লঞ্চ করা হলো।
3.আসামে 125 ফুট উঁচু Bir Lachit Borphukan -এর মূর্তির উন্মোচন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
4.কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড এবং BPCL কোচিন এয়ারপোর্টে গ্রীন হাইড্রোজেন প্লান্ট স্থাপন করতে চলেছে।
5.ভুবনেশ্বরে বাগচী শ্রী শংকরা ক্যানসার সেন্টারের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নভীন পট্টনায়েক।
6.Jyotisar Anubhav Kendra এর ভার্চুয়াল উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
7.ভারতের 'Most Welcoming Region' 2024 এর তকমা পেলো হিমাচল প্রদেশ।
8.টেলিভিশন শো 'Udaan' এর অভিনেত্রী কবিতা চৌধুরী 67 বছর বয়সে প্রয়াত হলেন।
9.MILAN নৌ-অনুশীলনের 12 তম সংস্করণ হোস্ট করতে চলেছে বিশাখাপত্তনম, এবছরের থিম - 'Forging Naval Alliances for a Secure Maritime Future'.
10.গ্রীন কভারকে গতি প্রদান করতে হরিয়ানা সরকার 'Van Mitra' স্কিম লঞ্চ করলো।
Also Read:
Please do not share any spam link in the comment box