অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 20th ফেব্রুয়ারি 2024 | Important Current Affairs 20th February 2024

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 20th ফেব্রুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Important Current Affairs 20th February 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 20th ফেব্রুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 20th ফেব্রুয়ারি 2024 | Important Current Affairs 20th February 2024

নিচে Important Current Affairs 20th February 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 20th ফেব্রুয়ারি 2024 | Important Current Affairs 20th February 2024


1.বাংলাদেশের ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে U Tirot Sing এর আবক্ষ মূর্তির উন্মোচন করা হলো।

2.জয়সলমীরে অনুষ্ঠিত বায়ুশক্তি অনুশীলনে প্রথমবার SAMAR এয়ার ডিফেন্স মিসাইল ব্যবহার করা হলো।

3.ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ 2024 এ ভারতীয় মহিলা দল গোল্ড মেডেল জিতলো।

4.উন্নত পরিষেবা প্রদান করতে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এবং ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ONDC) চুক্তি স্বাক্ষর করলো।

5.প্রখ্যাত জৈন সন্ন্যাসী আচার্য বিদ্যাসাগর মহারাজ সম্প্রতি 77 বছর বয়সে প্রয়াত হলেন।

6.NASA এবং JAXA যৌথ ভাবে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে।

7.জার্মানিতে 60 তম মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশগ্রহণ করলেন এক্সটার্নাল আফফায়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর।

8.ইয়ুথ এমপাওয়ারমেন্টের জন্য ওড়িশা সরকার 'Swayam' স্কীমের সূচনা করলো।

9.BAFTA আওয়ার্ড 2024 এ সেরা সিনেমা হল Oppenheimer, সেরা অভিনেতা হলেন Cillian Murphy এবং সেরা অভিনেত্রী হলেন Emma Stone.

10.টাটা এডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL) দ্বারা নির্মিত ভারত তাদের প্রথম স্পাই স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.