দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 7th ফেব্রুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Daily Current Affairs 7th February 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 7th ফেব্রুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Gksolves Daily Current Affairs 7th February 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 7th ফেব্রুয়ারি 2024 | Gksolves Daily Current Affairs 7th February 2024
1.নয়ডা আন্তর্জাতিক এয়ারপোর্টের নিকটে ঈশা ফাউন্ডেশনের 242 ফুট উঁচু আদিযোগী শিবের মূর্তি স্থাপনের মান্যতা দিলো সিভিল এভিয়েশন মন্ত্রক।
2.ভারতের বৃহত্তম থিয়েটার উৎসব ভারত রঙ মহোৎসব গুজরাটে শুরু হলো।
3.ইয়েমেনের প্রধানমন্ত্রী পদে Ahmed Awad bin Mubarak কে নিযুক্ত করা হলো।
4.'Outstanding Business Woman Of The Year 2023' হলেন মোদি এন্টারপ্রাইজের চেয়ারপার্সন ড: বিনা মোদী।
5.প্রতিবছর 6 ই ফেব্রুয়ারি Safer Internet Day পালন করা হয়, এবছরের থিম - 'Inspiring Change. Making a difference, managing influence and navigating change online'.
6.SJFI এবং DSJA ভারতের লেজেন্ডারি স্পিন্টার পিটি ঊষাকে লাইফটাইম এচিভমেন্ট সম্মানে সম্মানিত করলো।
7.ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ পদে লিউটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে নিযুক্ত করা হলো।
8.The Asset Triple A Awards 2024 এ শ্রেষ্ঠ গ্রীন বন্ড - কর্পোরেট আওয়ার্ড জিতলো REC লিমিটেড।
9.নামিবিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি Hage Geingob 82 বছর বয়সে প্রয়াত হলেন।
10.গ্রামী আওয়ার্ড 2024 এ শ্রেষ্ঠ গান হলো - Billie Eilish এর 'What Was I Made For?', শ্রেষ্ঠ পপ ভোক্যাল অ্যালবাম হলো - Taylor Swift এর 'Midnights'.
Also Read:
Please do not share any spam link in the comment box