দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 14th ফেব্রুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Daily Current Affairs 14th February 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 14th ফেব্রুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Gksolves Daily Current Affairs 14th February 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 14th ফেব্রুয়ারি 2024 | Gksolves Daily Current Affairs 14th February 2024
1.চেন্নাই ওপেন খেতাব 2024 জিতলেন ভারতের সুমিত নাগাল।
2.'PM Surya Ghar: Muft Bijli Yojana' নামক স্কীমের উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
3.ন্যানোটেকনোলজির জন্য আইআইটি গুয়াহাটিতে SWASTHA প্রজেক্ট এবং ISO 5/6 ক্লিন রুম ফ্যাসিলিটি লঞ্চ করা হলো।
4.ওড়িশার চতুর্থ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইটের তকমা পেলো কোরাপুত জেলার গুপ্তেশ্বর অরণ্য।
5.পদ্মশ্রী পুরষ্কার প্রাপ্ত বিখ্যাত লেখিকা ঊষা কিরণ খান 78 বছর বয়সে প্রয়াত হলেন।
6.দেরাদুনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রয়াত জেনারেল বিপিন রাওয়াতের মূর্তির উন্মোচন করলেন।
7.লাখনৌতে 67 তম অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট (AIPDM) এর আয়োজন করলো রেলওয়ে প্রটেকশন ফোর্স।
8.SARAS Aajeevika Mela এর দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করলেন চিফ সেক্রেটারি Atal Dulloo.
9.প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রাবাবু নাইডু নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম 'Maha Swaapnikudu', এটি লিখেছেন সাংবাদিক পি বিক্রম।
10.প্রতি বছর 13 ই ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস পালন করা হয়, এবছরের থিম - Radio: A Century Informing, Entertaining and Educating.
Also Read:
Please do not share any spam link in the comment box